বলিউডের প্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) অন্তঃসত্ত্বা। সম্প্রতি নেটপাড়ায় ভাইরাল হওয়া এক ছবিতে দেখা গেছে, চেরি রঙের পোশাকে ক্যাটরিনা (Katrina Kaif) ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন। ছবিতে তার চোখ-মুখে মাতৃত্বকালীন জৌলুস দেখা যাচ্ছে। পোশাকের কিছু অংশে অভিনেত্রীর স্ফীত দেহও উঁকি দিচ্ছে।
বলিউড সূত্র জানাচ্ছে, এই ছবিটি কোনও বিজ্ঞাপনী শুটের সময় তোলা হয়েছে। তবে সিনেমা অন্দরেও মাসখানেক ধরে গুঞ্জন চলছিল যে, ক্যাটরিনা (Katrina Kaif)মা হতে চলেছেন। কৌশল পরিবারের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, অক্টোবর মাসেই ভিকি কৌশল এবং ক্যাটরিনার সংসারে প্রথম সন্তান ভূমিষ্ঠ হবে। চিকিৎসকের অনুমান অনুযায়ী ডেলিভারির সম্ভাব্য তারিখ ১৫ থেকে ৩০ অক্টোবরের মধ্যে। তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা নেই। দম্পতি বিষয়টি প্রকাশ্যে আনবেন সন্তান জন্মের পরেই।
গত জুলাইয়ে ভিকি-ক্যাটরিনার আলিবাগে ছুটি কাটাতে যাওয়ার সময়ও পাপারাজ্জির ক্যামেরায় ধরা পড়েছিল অভিনেত্রীর মা হওয়ার সম্ভাবনা। সাদা ঢিলেঢালা পোশাক, টাইট পনিটেল এবং মাস্কে ঢাকা মুখ নিয়ে ধীর গতিতে বোটে ওঠার সময় ভিকি কৌশল পাশে দাঁড়িয়ে ছিলেন। সেই দৃশ্যটি তখন থেকেই গুঞ্জন সৃষ্টি করেছিল।
এবার সেই গুঞ্জনে সিলমোহর বসিয়েছে ঘনিষ্ঠ সূত্র। মাত্র এক মাসের অপেক্ষা, আর তারপর কৌশল পরিবারের নতুন সদস্যকে শুভেচ্ছা জানানো হবে।