বলিউডে ফের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ। অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে (Katrina Kaif) শুক্রবার সকালে নিজের মুম্বইয়ের বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সেই মুহূর্তই ধরা পড়ে ক্যামেরায়। কিছুক্ষণের মধ্যেই ছবিগুলি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। আর তাতেই কার্যত ক্ষোভে ফেটে পড়েছেন ক্যাটরিনার ভক্তরা। বহু নেটিজেন সরাসরি মন্তব্য করেছেন, কারও বাড়ির ভেতরের মুহূর্ত চুরি করে লাভ? ক্যামেরার আগে শিষ্টাচার শিখুন (Katrina Kaif)।
গর্ভবতী ক্যাটরিনাকে (Katrina Kaif) নিয়ে এমনভাবে ছবি তোলা— ভক্তদের একাংশের মতে, তা শুধু অনৈতিক নয়, বেআইনিও। কেউ লিখেছেন, “এটা স্পষ্ট অপরাধ, পুলিশি ব্যবস্থা নেওয়া উচিত।” অন্য কেউ বলছেন, “এটা তার বাড়ি, ব্যক্তিগত জায়গা। কী করে ব্যালকনিতেও শান্তি মিলছে না?” অনেকে আবার সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে ছবিগুলি মুছে ফেলার আবেদন করেছেন।
এই ঘটনা স্মরণ করিয়ে দিল ২০২২ সালের সেই বহুল আলোচিত ঘটনার কথা, যখন আলিয়া ভাটের গর্ভাবস্থার সময় তাঁর মুম্বইয়ের বাড়ির ভিতর থেকে ছবি তুলেছিল একটি মিডিয়া হাউস (Katrina Kaif)। আলিয়া রীতিমতো ক্ষুব্ধ হয়ে পুলিশ ও সংবাদমাধ্যমকে ট্যাগ করে লিখেছিলেন, “আমার বাড়ির ভেতরে বসে আছি, আর পাশের বাড়ির ছাদ থেকে ক্যামেরা তাক করা! কোন দুনিয়ায় এটা স্বাভাবিক?” সেই বিতর্কের রেশ এখনো টাটকা।
ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল (Katrina Kaif) কয়েক মাস আগেই তাঁদের প্রথম সন্তানের আগমনের সুখবর জানিয়েছিলেন। সাদা-কালো ছবিতে ভবিষ্যৎ বাবা-মায়ের উজ্জ্বল মুখ আর ক্যাটরিনার বেবি বাম্প ভক্তদের মন জিতে নেয়। তারপর থেকেই তাঁদের জীবন নিয়ে নেটমাধ্যমে ব্যাপক কৌতূহল। জুলাই মাসে ফেরি ঘাটে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই বাড়ছিল জল্পনা। এবার ছবি প্রকাশ্যে আসতেই আবার শোরগোল।
এই ঘটনা ফের প্রশ্ন তুলছে—তারকা মানেই কি গোপনীয়তার অধিকার নেই? নামজাদা তারকাদের জীবন যতই প্রকাশ্যে থাকুক, ব্যক্তিগত পরিসর আক্রমণের এই প্রবণতা কোথায় গিয়ে শেষ হবে? বলিউড মহলে আলোচনা শুরু হয়েছে, ভবিষ্যতে আরও কড়া আইন কি আসতে চলেছে সেলিব্রিটি প্রাইভেসি রক্ষায়?









