Shopping cart

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • “এ খবর চাপা থাকে না…” অতীতে যা বলেছিলেন ক্যাটরিনা, এবার কি সত্যি সেই সময় এসে গেল?
বিনোদন

“এ খবর চাপা থাকে না…” অতীতে যা বলেছিলেন ক্যাটরিনা, এবার কি সত্যি সেই সময় এসে গেল?

katrina viccy
Email :7

বলিউডের সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় জুটিদের মধ্যে অন্যতম ক্যাটরিনা কইফ (Katrina Kaif) ও ভিকি কৌশল। ২০২১ সালের ডিসেম্বরে রাজকীয় আয়োজনে রাজস্থানে গাঁটছড়া বাঁধেন এই তারকা জুটি। তবে প্রেম থেকে বিয়ে— গোটা সম্পর্কটাই রেখেছিলেন প্রচণ্ড গোপনীয়তায়। এমনকী বিয়ের আগপর্যন্ত নিজেদের সম্পর্ক নিয়ে কোনো প্রকাশ্য মন্তব্যও করেননি তাঁরা (Katrina Kaif)। আর সেই কারণেই ভক্তদের মধ্যে তাঁদের ব্যক্তিগত জীবন ঘিরে কৌতূহল ছিল এবং এখনও রয়েছে চরমে।

এই মুহূর্তে যা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে, তা হল— ক্যাটরিনা কইফ(Katrina Kaif) কি মা হতে চলেছেন? বিয়ের পর তিন বছর পেরিয়ে গেলেও বারবারই এই প্রশ্ন উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। ক্যাটরিনার ঢিলেঢালা পোশাক, কিংবা হালকা পেটের দিকে বেলি ফ্যাট নজরে আসলেই শুরু হয় গুঞ্জন। নেটপাড়া যেন একেবারেই তৎপর— ক্যাটরিনা (Katrina Kaif) অন্তঃসত্ত্বা কি না, জানতে।

সম্প্রতি ফের ভাইরাল হয়েছে এমনই এক ছবি, যেখানে ঢিলেঢালা সাদা পোশাকে দেখা যাচ্ছে ক্যাটরিনাকে। শুধু তাই নয়, ছবিতে তাঁকে নিজের শরীর আড়াল করতে দেখা গিয়েছে বারবার। আর এতেই প্রশ্ন জাগছে— তাহলে কি এবার সত্যিই মা হতে চলেছেন ক্যাটরিনা কইফ (Katrina Kaif)?

উল্লেখযোগ্যভাবে, এই নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি ক্যাটরিনা বা তাঁর স্বামী ভিকি কৌশল। যদিও অতীতে এক সাক্ষাৎকারে ক্যাটরিনা বলেছিলেন, ‘‘এমন কোনও খবর লুকিয়ে রাখা সম্ভব নয়। যদি এমন কিছু হয়, সকলে নিজের থেকেই জেনে যাবেন।’’ সেই বক্তব্য এখনও বহু অনুরাগীর মনে গাঁথা।

এখন দেখার, এবার সত্যিই কি সেই ‘সুখবর’ দিতে চলেছেন এই তারকা দম্পতি? নাকি এটি শুধুই নেটদুনিয়ার চিরাচরিত অনুমান?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts