বলিউডে একসময়কার সবচেয়ে বড় বিতর্কের কেন্দ্রবিন্দু ছিলেন হৃতিক রোশন। তাঁকে ঘিরেই মুখোমুখি হয়েছিলেন দুই জনপ্রিয় নায়িকা— করিনা কাপুর (Kareena Kapoor) এবং আমিশা প্যাটেল। ঘটনাটা এমন যে, শুধু হৃতিককেই নয়, গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিকে নড়েচড়ে বসতে হয়েছিল সেই লড়াইয়ের সাক্ষী হয়ে।
প্রথমে রাকেশ রোশন তাঁর ছেলে হৃতিকের বিপরীতে ‘কহো না… পেয়ার হ্যায়’ ছবির জন্য করিনাকেই (Kareena Kapoor) ঠিক করেছিলেন। এমনকি একটি গানের শুটিংও হয়েছিল। কিন্তু হঠাৎ করিনা ছবি ছেড়ে দেন (Kareena Kapoor)। কারণ, তিনি চাইছিলেন তাঁর ডেবিউ যেন অভিষেক বচ্চনের সঙ্গে হয়। আর তাই করিনা সরে দাঁড়াতেই ফিল্মি পার্টিতে রাকেশ রোশনের চোখে পড়ে যান আমিশা প্যাটেল। প্রথম দেখাতেই রাকেশ ঠিক করে নেন— তাঁর ছেলের প্রথম ছবির নায়িকা হবেন আমিশাই।
এরপর মুক্তি পায় হৃতিক-আমিশার ‘কহো না… পেয়ার হ্যায়’। ছবিটি বক্স অফিসে ইতিহাস গড়ে। অন্যদিকে করিনা(Kareena Kapoor) -অভিষেকের ‘রিফিউজি’ মুক্তি পেলেও, সেটি পুরোপুরি ফ্লপ করে যায়। এখান থেকেই শুরু হয় ঝামেলার সূত্রপাত।
শোনা যায়, এক ফিল্মি পার্টিতে করিনার সঙ্গে আমিশার দেখা হয়। হৃতিকও উপস্থিত ছিলেন। সেখানে আমিশা করিনাকে খোঁচা দিয়ে বলেন ‘রিফিউজি ফ্লপ’ নিয়ে। আর এতেই রীতিমতো বিস্ফোরণ ঘটে। করিনা এবং আমিশার মধ্যে তুমুল বচসা শুরু হয় হৃতিকের সামনেই। তিনি থামানোর চেষ্টা করলেও দুই নায়িকার ঝগড়া থামেনি। উপস্থিত অন্যান্য সেলেবরাও হাঁ হয়ে তাকিয়ে ছিলেন সেই দৃশ্য দেখে। শেষে ঝগড়ার চোটে দু’জনেই পার্টি ছেড়ে বেরিয়ে যান।
এই ঘটনার পর নাকি বহু বছর করিনা ও আমিশার মধ্যে আর কোনও কথা হয়নি। বলিউডের দুই সুন্দরী নায়িকা হৃতিককে ঘিরে এত বড় বিবাদে জড়িয়ে পড়বেন— তখন সত্যিই অবাক হয়েছিল পুরো ইন্ডাস্ট্রি।