Shopping cart

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • “আমি ওকে বারবার টেক্সট করতাম” — করিনার পুরনো প্রেমকাহিনি ভাইরাল, শাহিদের ‘অবহেলা’ নিয়ে বিস্ফোরক মন্তব্য!
বিনোদন

“আমি ওকে বারবার টেক্সট করতাম” — করিনার পুরনো প্রেমকাহিনি ভাইরাল, শাহিদের ‘অবহেলা’ নিয়ে বিস্ফোরক মন্তব্য!

kareena kapoor
Email :26

বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি করিনা কাপুর (Kareena Kapoor) খান ও সইফ আলি খান আজ সুখী সংসার করছেন দুই সন্তানকে নিয়ে। তবে বলিউডপ্রেমীরা ভুলে যাননি সেই পুরনো অধ্যায়, যখন করিনার (Kareena Kapoor) জীবনে ছিলেন শাহিদ কাপুর। একসময় তাদের প্রেম ছিল ইন্ডাস্ট্রির সবচেয়ে আলোচিত বিষয়। আর সেই পুরনো প্রেমই এখন ফের উঠে এল চর্চার কেন্দ্রবিন্দুতে, করণ জোহরের জনপ্রিয় টক শো-এর একটি পুরনো ভিডিও ভাইরাল হওয়ার পর।

ভিডিওতে করণ করিনাকে (Kareena Kapoor) সরাসরি প্রশ্ন করেন, কীভাবে শুরু হয়েছিল তার আর শাহিদের প্রেম। উত্তরে করিনা অকপটে স্বীকার করেন, সম্পর্কের প্রথম দিকে শাহিদ মোটেও তাকে গুরুত্ব দিতেন না। করিনার (Kareena Kapoor) কথায়, “শাহিদ একেবারেই পাত্তা দিত না আমাকে। আমি ওকে নিজে থেকে টেক্সট করতাম, বারবার বলতাম দেখা করতে। তারপরেই ধীরে ধীরে সম্পর্কটা তৈরি হয়।”

এই স্বীকারোক্তি শুনে অনেকেই হতবাক। বলিউডের নামী কাপুর পরিবারে জন্মানো করিনা, যিনি নিজেই বহু পুরুষের ক্রাশ ছিলেন, সেই তিনি নিজে একজন নায়ককে টেক্সট করে প্রেম শুরু করতে চেয়েছিলেন — এমনটা সাধারণত শোনা যায় না। অথচ বেবো (Kareena Kapoor) কোনও দ্বিধা ছাড়াই নিজের অনুভূতি সকলের সামনে তুলে ধরেছেন।

ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনদের একাংশ করিনার (Kareena Kapoor) সাহসিকতার প্রশংসায় পঞ্চমুখ। এক অনুরাগী লিখেছেন, “করিনা এত সহজভাবে সত্যিটা বলে ফেললেন, যা অন্য কেউ হলে হয়তো সাহস পেত না। ওর মধ্যে কোনও ভান নেই।” আরেকজন মন্তব্য করেছেন, “শাহিদের মনোভাব এমন ছিল যেন ও ঠিক বুঝতে পারছিল না, করিনার সঙ্গে সত্যিই সম্পর্ক চায় কিনা। সেই কারণেই হয়তো শেষ পর্যন্ত সম্পর্কটা টেকেনি।”

এমনকি করিনা ও শাহিদের সম্পর্ক ভাঙার পর তাদের মধ্যে কিছুটা তিক্ততাও তৈরি হয়েছিল। একবার কোনও একটি অনুষ্ঠানে করিনা নাকি শাহিদকে দেখেও এড়িয়ে যান। পরে অবশ্য একটি অ্যাওয়ার্ড শো-তে দু’জনকে মঞ্চে সৌজন্যমূলকভাবে কথা বলতে দেখা গিয়েছিল।

আজ করিনা নিজের জীবন নিয়ে খুশি, সইফের সঙ্গে তার সম্পর্ক বলিউডের অন্যতম সফল দাম্পত্যের উদাহরণ। তবে শাহিদের সঙ্গে সেই পুরনো প্রেমের স্মৃতি এখনও যেন দর্শকদের মন কেড়ে নেয় — আর করিনার এই খোলামেলা স্বীকারোক্তি ফের মনে করিয়ে দিল বলিউডের এক বিস্মৃত প্রেমগাথার গল্প।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts