বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা এবং রাজনীতিক জয় বন্দ্যোপাধ্যায় (Joy Banerjee) আর নেই। সোমবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (Joy Banerjee) । মৃত্যুকালে বয়স হয়েছিল ৬২ বছর। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। সম্প্রতি শ্বাসকষ্টের সমস্যা তীব্র হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু চিকিৎসকদের চেষ্টাও শেষমেশ ব্যর্থ হয়।
১৯৬৩ সালের ২৩ মে জন্ম হয়েছিল জয়ের (Joy Banerjee) । ছোটবেলা থেকেই সিনেমা জগতের প্রতি তাঁর টান ছিল প্রবল। তাঁর অভিনয় জীবন শুরু হয় ‘অপরূপা’ ছবির মাধ্যমে, যেখানে তাঁর বিপরীতে নায়িকা ছিলেন দেবশ্রী রায় (Joy Banerjee) । প্রথম ছবিতেই নজর কাড়েন সুপুরুষ জয়। পরে নবেন্দু চট্টোপাধ্যায়ের ‘চপার’ ছবিতে অভিনয় করে তিনি আরও প্রশংসা পান। তবে নব্বইয়ের দশকে মুক্তি পাওয়া অঞ্জন চৌধুরীর ‘হীরক জয়ন্তী’ তাঁকে নিয়ে যায় জনপ্রিয়তার শিখরে। এই ছবিতে চুমকি চৌধুরীর সঙ্গে তাঁর জুটি দর্শকদের কাছে দারুণ জনপ্রিয় হয়। এমনকি, টলিপাড়ায় তাঁদের প্রেম নিয়েও গুঞ্জন ছড়িয়ে পড়ে।
‘নাগমোতি’, ‘আমরা’-সহ আরও বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন জয় বন্দ্যোপাধ্যায়। তবে ধীরে ধীরে তিনি চলচ্চিত্র জগৎ থেকে সরে যান এবং মন দেন রাজনীতিতে। বিজেপির সক্রিয় সদস্য হিসেবে তাঁকে প্রায়শই সামনে দেখা গিয়েছে। ২০১৪ ও ২০১৯ সালে তিনি যথাক্রমে বীরভূম এবং উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন, যদিও জয়ের ভাগ্যে জয় ধরা দেয়নি (Joy Banerjee) । একাধিকবার ভোটে লড়েও তিনি হেরে যান। শেষ পর্যন্ত, ২০২১ সালের নভেম্বরে তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন যে আর বিজেপির প্রতিনিধিত্ব করবেন না।
ব্যক্তিগত জীবনে জয় বন্দ্যোপাধ্যায়ের পরিচয় জড়িয়ে ছিল তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন স্বামী হিসেবে।
অভিনেতার মৃত্যুতে শোক নেমে এসেছে টলিউড থেকে শুরু করে রাজনৈতিক মহলে। তাঁর সহ-অভিনেতা, প্রাক্তন সহকর্মী এবং রাজনৈতিক সহযোদ্ধারা ইতিমধ্যেই শোকবার্তা জানিয়েছেন।