গত মঙ্গলবার দুপুর থেকেই টলিউড এবং রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রে বিজেপি বিধায়ক ও অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। বারাণসীর ঘাটে তাঁর দ্বিতীয় বিয়ের ভাইরাল ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয় তীব্র বিতর্ক। একদিকে হিরণের নতুন জীবনের শুরু, অন্যদিকে প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের একের পর এক গুরুতর অভিযোগ—এই টানাপোড়েনের মধ্যেই সকলের নজর গিয়ে পড়ে তাঁদের ১৯ বছর বয়সি কন্যা নিয়াসার দিকে।
বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই একটি ছোট ভিডিও পোস্ট করেন নিয়াসা (Hiran Chatterjee)। সেই ভিডিওতে তাঁকে দেখা যায় মা অনিন্দিতা এবং তাঁদের পোষ্যের সঙ্গে ঘরোয়া, শান্ত মুহূর্তে। ভিডিওর ক্যাপশনে নিয়াসা সরাসরি বাবার নাম না করলেও নিজের অবস্থান স্পষ্ট করে দেন। তিনি লেখেন, “যতদূর মনে পড়ে, বহু বছর ধরেই আমরা দু’জন একসঙ্গে আছি। মায়া, মমতা আর অফুরন্ত ভালোবাসা দিয়ে তুমি একাই সব দায়িত্ব সামলেছ। তুমিই আমার মা, তুমিই আমার বাবা। আমার জীবনের পথপ্রদর্শক আর সবচেয়ে বড় শক্তি তুমিই। সবকিছুর জন্য ধন্যবাদ। তুমিই আমার আসল হিরো, মা।”
হিরণের (Hiran Chatterjee) বিয়ের ছবি ছড়িয়ে পড়তেই মুখ খুলেছেন তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। তাঁর দাবি, তাঁদের মধ্যে এখনও কোনও আইনি বিচ্ছেদ হয়নি। মেয়ের ভবিষ্যৎ এবং পরিবারের সম্মানের কথা ভেবেই এতদিন তিনি নীরব ছিলেন বলে জানান। বর্তমানে মধ্য কলকাতার একটি কলেজে মনোবিজ্ঞানের ছাত্রী নিয়াসার মানসিক অবস্থার কথা ভেবে উদ্বেগ প্রকাশ করেন অনিন্দিতা। তিনি বলেন, “এই পরিস্থিতিতে ওর ভেঙে পড়া খুব স্বাভাবিক।”
অনিন্দিতা স্পষ্ট জানিয়েছেন, এবার আর চুপ করে থাকবেন না। প্রয়োজন হলে তিনি কড়া পদক্ষেপ নেবেন বলেও ইঙ্গিত দিয়েছেন। এদিকে, বিয়ের ছবি নিজেই পোস্ট করার কিছু সময় পর হিরণ চট্টোপাধ্যায় তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে সমস্ত ছবি মুছে ফেলেন। প্রথম স্ত্রীর অভিযোগ এবং মেয়ের আবেগঘন বার্তা নিয়ে এখনও পর্যন্ত বিধায়ক-অভিনেতার পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।








