মঙ্গলবার সকাল থেকেই সোশাল মিডিয়ায় তোলপাড় (Hiran Chatterjee)। ভাইরাল হয়ে যায় বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ের একাধিক ছবি। সেই সব ছবিতে দেখা যায়, বেনারসের ঘাটে মডেল ও অভিনেত্রী হৃতিকা গিরির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন হিরণ। এই বিয়ে নিয়ে হিরণ চট্টোপাধ্যায় এখনও প্রকাশ্যে মুখ না খুললেও, সোশাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে সব প্রশ্নের জবাব দিয়েছেন তাঁর নতুন স্ত্রী হৃতিকা গিরি।
হৃতিকা জানান, ভাইরাল হওয়া ছবির দিন নয়, এই বিয়ে হয়েছে তারও কয়েক দিন আগে। তাঁর দাবি, হিরণের (Hiran Chatterjee) সঙ্গে তাঁর সম্পর্ক নতুন নয়। তাঁদের সম্পর্কের বয়স প্রায় পাঁচ বছর। তিনি আরও জানান, এই মুহূর্তে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং শারীরিকভাবেও অসুস্থ। সম্প্রতি তাঁর অস্ত্রোপচার হয়েছে এবং চিকিৎসকের পরামর্শে তিনি সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন। সেই কারণেই সংবাদমাধ্যমের সামনে কথা বলতে পারছেন না বলে জানান তিনি।
প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের বক্তব্যের প্রেক্ষিতে একাধিক বিষয় স্পষ্ট করেছেন হৃতিকা। তিনি বলেন, সংবাদমাধ্যমে তাঁর বয়স নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। পাশাপাশি জানান, অনিন্দিতাকে অনেক আগেই ডিভোর্সের আইনি নোটিশ পাঠানো হয়েছে। হৃতিকার দাবি, তাঁদের সম্পর্ক ও বিয়ের বিষয়ে অনিন্দিতা আগে থেকেই সব জানতেন। তিনি প্রশ্ন তোলেন, যদি সব কিছু জানা ছিল (Hiran Chatterjee), তবে এতদিন এই বিষয়ে চুপ করে ছিলেন কেন।
অনিন্দিতার দাবি ছিল, গত ছয় মাস ধরে তিনি ও হিরণ একসঙ্গে থাকছিলেন। সেই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছেন হৃতিকা। তাঁর বক্তব্য, হিরণ কখনওই ছয় মাস একটানা অনিন্দিতার সঙ্গে ছিলেন না। তিনি জানান, ব্যক্তিগত কারণে ২০২৪ সালের ৯ নভেম্বর থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত হিরণ তাঁর মেয়ের সঙ্গে ছিলেন এবং সেই সময়েই মেয়ের জন্মদিনও পড়েছিল।
হৃতিকা আরও জানান, এই বিয়ে কোনও বিলাসিতা বা লোক দেখানো অনুষ্ঠান ছিল না। মানসিক শান্তি ও আত্মিক সন্তুষ্টির জন্য বেনারসের ঘাটে গঙ্গা মায়ের সামনে আগ্নিকে সাক্ষী রেখে তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়ের জন্য ব্যবহৃত সিঁদুর ও অন্যান্য সামগ্রী আনা হয়েছিল বৃন্দাবন ও বারাণসীর মন্দির থেকে। কাশী বিশ্বনাথ ধাম থেকে পাওয়া আশীর্বাদী ওড়না গায়ে জড়িয়েই তিনি বিয়ের আচার সম্পন্ন করেন।
বিবৃতির শেষে হৃতিকা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যদি কেউ এই বিয়েকে বেআইনি বলে মনে করেন, তাহলে আইনি পথে এগোতে পারেন। এই বিষয়ে তাঁর আর কিছু বলার নেই বলেও জানান তিনি।










