বলিউডে এক চমকপ্রদ ঘটনা! ভক্ত ও ফিল্ম ইন্ডাস্ট্রির অনেককেই হতবাক করে দিয়েছেন সুপরিচিত অভিনেতা গোবিন্দর (Govinda) স্ত্রী সুনিতা আহুজা। খবর অনুযায়ী, মুম্বইয়ের বান্দ্রা ফ্যামিলি কোর্টে তিনি ডিভোর্সের মামলা দায়ের করেছেন।
৩৮ বছরের দীর্ঘ দাম্পত্যে এবার ফাটল ধরল। ‘হিন্দু ম্যারেজ অ্যাক্ট ১৯৫৫’-এর ধারা ১৩ (১) (i), (ia), (ib) অনুযায়ী, পরকীয়া, মানসিক নির্যাতন ও পরিত্যাগের অভিযোগ তুলে মামলার আবেদন করেছেন সুনিতা (Govinda)।
রিপোর্টে জানা গিয়েছে, আদালত ইতিমধ্যেই গোবিন্দাকে (Govinda) ২৫ মে হাজিরা দিতে নোটিস পাঠিয়েছে। কিন্তু তিনি এখনও পর্যন্ত একবারও ব্যক্তিগতভাবে কোর্টে উপস্থিত হননি। এর ফলে আদালত তাঁকে শো-কজ নোটিস জারি করেছে। অন্যদিকে সুনিতা নিয়মিত আদালতের শুনানিতে হাজির থেকেছেন এবং জুন ২০২৫ থেকে কোর্টের নির্দেশে কাউন্সেলিং সেশনেও অংশ নিচ্ছেন।
এমন সময়ে সুনিতা একটি ভ্লগে হাজির হয়ে আবেগে ভেঙে পড়েন। তাঁকে দেখা যায় মুম্বইয়ের বিখ্যাত মহালক্ষ্মী মন্দিরে পূজা দিতে। পুরোহিতের সঙ্গে কথা বলতে বলতে কেঁদে ফেলেন তিনি। সেখানে জানান— “গোবিন্দর সঙ্গে যখন আমার দেখা হয়, তখন আমি দেবীর কাছে প্রার্থনা করেছিলাম যেন ওকে বিয়ে করতে পারি, ভালো সংসার পাই। মা আমার সেই ইচ্ছে পূরণ করেছেন। দুই সন্তানও দিয়েছেন। কিন্তু জীবনের সব সত্যি সুখকর নয়, উত্থান-পতন থাকে। তবুও আমার বিশ্বাস আছে, যে-ই আমার সংসার ভাঙতে চাইবে, মা কালী তাঁকে ক্ষমা করবেন না। ভালো মানুষকে কষ্ট দেওয়া কখনই ঠিক নয়। আমি দেবীর তিন রূপকেই ভীষণ ভালোবাসি। পরিস্থিতি যাই হোক, মা সব দেখছেন।”
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়েছে। বলিউডের সবচেয়ে দীর্ঘস্থায়ী দম্পতিদের মধ্যে একসময় যাঁরা ছিলেন, সেই গোবিন্দ-সুনিতার বিবাহবিচ্ছেদের খবর শুনে হতবাক ভক্তরা।