অবশেষে পূর্ণ হল ফারাহ খানের বহুদিনের আকাঙ্ক্ষা। বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের লেখা একটি ব্যক্তিগত চিঠি হাতে পেয়ে আবেগে ভাসলেন এই প্রখ্যাত কোরিওগ্রাফার-পরিচালক (Farah Khan)। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করে ফারাহ জানিয়েছেন, কিভাবে এই স্বপ্নের মুহূর্ত বাস্তব হল।
সম্প্রতি ফারাহ (Farah Khan) তার ইউটিউব চ্যানেলের একটি পর্বে রাধিকা মদনের বাড়িতে গিয়ে একটি বিশেষ মুহূর্ত শেয়ার করেন। সেখানেই রাধিকা তাকে অমিতাভ বচ্চনের লেখা নিজের একটি প্রশংসাপত্র দেখান। ভিডিও চলাকালীন ফারাহ (Farah Khan) বলেন, তিনিও চান এমন একটি চিঠি কিংবদন্তি অভিনেতার কাছ থেকে। কিন্তু তিনি তখনও জানতেন না, তার এই ইচ্ছা খুব শিগগিরই পূরণ হতে চলেছে।
অবশেষে সেই মুহূর্ত এল! অমিতাভ বচ্চন নিজে ফারাহ খানকে একটি চিঠি পাঠান, যাতে তার সিনেমার প্রতি নিষ্ঠা এবং অবদানের ভূয়সী প্রশংসা রয়েছে। চিঠিটি পড়ে শুনিয়ে ফারাহ (Farah Khan) বলেন, এটি তার জীবনের অন্যতম গর্বের মুহূর্ত। পাশাপাশি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাধিকা মদনের প্রতি, যিনি এই ঘটনায় মূল অনুপ্রেরণা হিসেবে কাজ করেছেন।
ফারাহ আরও জানান, তিনি চিঠিটিকে ফ্রেম করে রাখবেন তার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের পাশেই—একেবারে গর্বের স্থানে। ভিডিওর শেষ দিকে ফারাহের ঘরের কুক দিলীপ মজার ছলে বলেন, “আমার জন্যও একটা চিঠি পাঠাতে বলো বচ্চন সাহেবকে!” জবাবে ফারাহ হাসতে হাসতে বলেন, “আগে তোর বউকে বল, তোর জন্য একটা চিঠি লেখে!”
দিলীপ, যিনি লকডাউনের সময় থেকে ফারাহের ভিডিওতে নিয়মিত দেখা যেত, এখন নিজেই সোশ্যাল মিডিয়ার এক তারকা। তার জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে শাহরুখ খানের সঙ্গে একটি অনলাইন ক্লোদিং ব্র্যান্ডের প্রচারেও তাকে দেখা গিয়েছে। এমনকি তিনি ফারাহের সঙ্গে একটি ডিশওয়াশিং সাবানের বিজ্ঞাপনেও মুখ হিসেবে কাজ করেছেন।
অমিতাভ বচ্চনের সঙ্গে ফারাহ এখনও পূর্ণদৈর্ঘ্য কোনও সিনেমায় কাজ করেননি। তবে তিনি বচ্চনের পুত্র অভিষেক বচ্চনের সঙ্গে হ্যাপি নিউ ইয়ার ছবিতে পরিচালনার কাজ করেছেন।