বলিউডে ফের তুঙ্গে বিতর্ক—এবার কেন্দ্রবিন্দুতে কাজের সময়সীমা। সম্প্রতি পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খান (Farah Khan) স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছেন, তিনি সিনেমা ইন্ডাস্ট্রিতে আট ঘণ্টার কাজের নিয়মকে সমর্থন করেন না। দীপিকা পাড়ুকোনের ‘স্পিরিট’ সিনেমা থেকে সরে দাঁড়ানোর ঘটনার পরই এই মন্তব্যে নতুন করে উসকে উঠেছে আলোচনা।
শোনা যায়, সানদীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ থেকে দীপিকা বেরিয়ে আসেন কারণ তিনি কাজের নির্দিষ্ট সময়সীমা চেয়েছিলেন। অর্থাৎ আট ঘণ্টার শিফট। কিন্তু তা সম্ভব না হওয়াতেই তিনি প্রজেক্ট থেকে সরে দাঁড়ান। দীপিকার এই সিদ্ধান্তকে অনেকেই সমর্থন জানিয়েছেন, বলিউডে কর্মজীবন ও ব্যক্তিজীবনের ভারসাম্য নিয়ে শুরু হয়েছে জরুরি আলোচনা (Farah Khan) ।
এই প্রেক্ষাপটেই ফারাহ খানের (Farah Khan) মন্তব্য যেন নতুন বিতর্কের জন্ম দিল। সম্প্রতি ইউটিউবের একটি ভ্লগে অভিনেত্রী রাধিকা মদনের বাড়িতে গিয়ে আড্ডা দেন ফারাহ। সেখানেই রাধিকা নিজের প্রথম অডিশনের স্মৃতি রোমন্থন করেন। জানান, কীভাবে ‘মেরি আশিকি তুমসে হি’ সিরিয়ালের অডিশনে গিয়ে তিনি নিজের জীবনের সবচেয়ে নিরাপদ মুহূর্ত অনুভব করেছিলেন। ক্যামেরার সামনে দাঁড়িয়ে ঠিক যেমন স্টেজে নাচতে গিয়ে তিনি নিজেকে একাগ্র মনে করতেন, তেমনই শান্তি পেয়েছিলেন।
এই স্মৃতিচারণার মাঝেই ফারাহ রাধিকাকে জিজ্ঞাসা করেন, “তোমার তখন নিশ্চয়ই ৮ ঘণ্টার শিফট ছিল না?” জবাবে রাধিকা জানান, “৫৬ ঘণ্টা বা ৪৮ ঘণ্টা একটানা কাজ করেছি।” আর এই উত্তরের পর ফারাহ বলেন, “Aise tapke hi toh sona banta hai” — অর্থাৎ, এভাবেই সোনার মতো শিল্পী তৈরি হয়। তাঁর মন্তব্য স্পষ্ট করে দেয়, ইন্ডাস্ট্রিতে কঠোর পরিশ্রম ও দীর্ঘ সময়ের কাজকেই তিনি সাফল্যের চাবিকাঠি বলে মনে করেন।
উল্লেখযোগ্য বিষয় হল, ফারাহ খানই দীপিকা পাড়ুকোনকে ‘ওম শান্তি ওম’ ছবির মাধ্যমে বলিউডে লঞ্চ করেছিলেন। দীপিকার সঙ্গে দীর্ঘদিনের পেশাদার সম্পর্ক থাকা সত্ত্বেও, তাঁর কাজের সময় নিয়ে করা মন্তব্যের প্রতি ফারাহর অনৈক্য নজর কেড়েছে নেটদুনিয়ায়।