Bollywood, Babil Khan, Social media, instagram
দিনভর নানা বিতর্ক, আলোচনার পর ফের ইনস্টাগ্রামে ফিরলেন ইরফান খানের পুত্র বাবিল খান (Babil Khan)। সোশাল মিডিয়ায় প্রত্যাবর্তনের পরই বলিউডের বহু তারকা প্রকাশ্যে তাঁর (Babil Khan) পাশে দাঁড়িয়েছেন। অনন্যা পাণ্ডে, অর্জুন কাপুর, সিদ্ধান্ত চতুর্বেদী, রাঘব জুয়েল সহ অনেকেই বাবিলের (Babil Khan)পাশে থাকার বার্তা দেন এবং গোটা ঘটনাকে কেন্দ্র করে অতিরঞ্জিত প্রচারের বিরোধিতা করেন (Babil Khan)।
যাঁর নাম করে আগের ভিডিওতে ক্ষোভ উগরে দিয়েছিলেন বাবিল, সেই অনন্যা পাণ্ডেও পাশে দাঁড়ান বাবিলের। রাঘব জুয়েল ও সিদ্ধান্ত চতুর্বেদীও সোশাল মিডিয়ায় সহানুভূতির বার্তা দেন। সিদ্ধান্ত লেখেন, “সাধারণত বিনোদুনিয়ায় কে কী বলছে, তা নিয়ে মাথা ঘামাই না। তবে এবার বলতেই হচ্ছে, আমরা যেন ঘৃণায় মজা পাই, ভালোবাসায় নয়। এই ইস্যুতে দয়া করে নাটক করবেন না। মতামত দেওয়ার আগে পুরো প্রেক্ষাপট বুঝে নিন।” অর্জুন কাপুরও বাবিলের পাশে থাকার বার্তা দিয়েছেন।
রবিবার সকালে বাবিল(Babil Khan) একটি আবেগপ্রবণ ভিডিও পোস্ট করেন, যেখানে তিনি বলিউড ইন্ডাস্ট্রির নানা দিক নিয়ে উষ্মা প্রকাশ করেন। ভিডিওটিতে বাবিল (Babil Khan)বলেন, “আমি চাই আপনারা জানুন অনন্যা পাণ্ডে, অর্জুন কাপুর, সিদ্ধান্ত চতুর্বেদী, আদর্শ গৌরব, অরিজিৎ সিং এবং আরও অনেকের কথা। বলিউড অনেকটাই নকল, ভণ্ডামিতে ভরা। আবার কেউ কেউ এর মানোন্নয়ন করতে চায়… (হাসি)। আমি আপনাদের অনেক কিছু দেখাতে চাই…” ভিডিওটি প্রথমে Reddit-এ পোস্ট হয়, এরপর বাবিল নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ডিলিট করেন, যা ঘিরে শুরু হয় জল্পনা।
এই অবস্থায় বাবিলের মা ও ইরফানের স্ত্রী সুতপা শিকদার তাঁদের পরিবারের তরফে একটি বিবৃতি দেন। সেখানে বলা হয়, “বাবিলের ভিডিওর ভুল ব্যাখ্যা করা হচ্ছে। সে ভিডিওতে কিছু সহকর্মীর প্রশংসাই করেছে, যাঁরা ভারতীয় সিনেমায় অর্থবহ অবদান রেখেছেন। খণ্ডিত ক্লিপ দেখে নয়, গোটা বক্তব্য শুনেই যেন মানুষ বিচার করে।” পাশাপাশি জানানো হয়, বাবিল বর্তমানে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন, তবে তিনি নিরাপদ এবং শিগগির আরও সুস্থ হয়ে উঠবেন।
পরিস্থিতি কিছুটা শান্ত হতেই ফের ইনস্টাগ্রামে ফিরে আসেন বাবিল। আর সোশাল মিডিয়ায় তাঁর প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গেই একে একে পাশে দাঁড়ায় বলিউডের বন্ধুবান্ধব ও সহকর্মীরা।