পবিত্র শ্রাবণ মাসে মন্দিরে গিয়ে শিবলিঙ্গকে জড়িয়ে ধরে রুদ্রাভিষেক করলেন একতা কাপুর (Ekta Kapoor)। আর সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। ঈশ্বরে বিশ্বাসী এবং ধর্মাচরণে আগ্রহী বলেই পরিচিত জিতেন্দ্রকন্যা বরাবরই নানা ধর্মীয় অনুষঙ্গযুক্ত সাজপোশাক ও আচার-অনুষ্ঠানে অংশ নিয়ে চর্চার কেন্দ্রে থেকেছেন। মাথায় গেরুয়া তিলক, হাতে রুদ্রাক্ষের মালা, আঙুলে জ্যোতিষীয় আংটি— এইভাবেই প্রায়শই ক্যামেরাবন্দি হন একতা (Ekta Kapoor)। তবে এবার শিবলিঙ্গকে ‘আলিঙ্গন’ করার ভিডিও ঘিরে তাঁকে তীব্র কটাক্ষের মুখে পড়তে হয়েছে।
সম্প্রতি ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, একতা কাপুর একটি শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে মাথা ঠেকিয়ে ও জড়িয়ে ধরে রুদ্রাভিষেক করছেন (Ekta Kapoor)। সেই সময় কেউ একজন উপর থেকে কলসি ভরে দুধ, ছাইভস্ম ও কুমকুম ঢালছেন শিবলিঙ্গের উপর। একতা মাঝে মাঝে মুখ থেকে ছাই সরাচ্ছেন, শ্বাস নিতে অসুবিধা হচ্ছে বলেও দেখা যায়। তবুও তিনি বারবার শিবলিঙ্গকে আলিঙ্গন করছেন (Ekta Kapoor)।
অনেকেই প্রথম দেখায় ভাবেন, এটি হয়তো কোনও ধারাবাহিকের শুটিং (Ekta Kapoor)। কিন্তু পরে জানা যায়, এটি কোনও ফিকশন নয়, একতা কাপুর নিজের পুজো করছিলেন। আর সেই বাস্তব মুহূর্তেই চঞ্চল নেটদুনিয়া।
ভিডিও সামনে আসতেই একের পর এক কটাক্ষ ভেসে এসেছে। কেউ বলেছেন, “এই রকম নাটকীয় আচরণ ধর্মের অপমান।” কেউ আবার লেখেন, “সেলিব্রিটি বলেই কি মন্দিরে এসব করার ছাড়পত্র পেয়ে গিয়েছেন?” কেউ সরাসরি প্রশ্ন ছুঁড়েছেন— “যিনি নিজেকে ধর্মবিশ্বাসী বলে দাবি করেন, তিনি কি এমন ভাবে শিবলিঙ্গ আলিঙ্গন করতে পারেন?”
তবে বিতর্ক এখানেই থেমে থাকেনি। ভিডিওটি আদৌ সাম্প্রতিক কি না, তা নিয়েও শুরু হয়েছে বিতর্ক (Ekta Kapoor)। অনেকেই দাবি করছেন, ভিডিওটি আসলে গত বছরের শ্রাবণ মাসের। যদিও এই যুক্তিতেও সন্তুষ্ট নয় নেটিজেনদের একাংশ। তাঁদের বক্তব্য, “সময় যাই হোক না কেন, ভিডিওতে যাকে দেখা যাচ্ছে, তিনি একতা কাপুর। এমন আচরণ কখনওই গ্রহণযোগ্য নয়।”
এই বিতর্কের মাঝেই আবার নতুন করে চর্চায় উঠে এসেছে একতা কাপুরের আগামী প্রজেক্ট। ২৯ জুলাই শুরু হতে চলেছে তাঁর প্রযোজিত নতুন ধারাবাহিক ‘কিউঁ কি সাঁস ভি কভি বহু থি’। ইতিমধ্যেই সিরিয়ালটির প্রোমো ব্যাপক সাড়া ফেলেছে দর্শকমহলে। ধারাবাহিকটি শুরু হওয়ার আগে শিবের পুজো করে আশীর্বাদ নেওয়ার ইচ্ছাই হয়তো ছিল একতার। তবে তাঁর সেই সাধনার ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় পরিণত হয়েছে বিতর্কের আগুনে। কেউ এটাকে “পিওর পাবলিসিটি স্টান্ট” বলছেন, আবার কেউ বলছেন, “ধর্ম নিয়ে ছেলেখেলা বন্ধ হোক!”
একদিকে ধারাবাহিক মুক্তির আগের ব্যস্ততা, অন্যদিকে ধর্মাচরণ ঘিরে এমন বিতর্ক— সব মিলিয়ে ফের একবার সোশ্যাল মিডিয়ার কেন্দ্রে একতা কাপুর।