বলিউডের রূপকথার মতো দেখতে এই প্রেম ও বিয়ের গল্পের পিছনে লুকিয়ে ছিল যন্ত্রণার এক অন্ধকার অধ্যায়। মাত্র ১৬ বছর বয়সে কিংবদন্তি অভিনেতা রাজেশ খান্নাকে বিয়ে করেছিলেন ডিম্পল কাপাডিয়া (Dimple Kapadia)। সে সময় রাজেশের বয়স ছিল ৩১ বছর—ডিম্পলের থেকে প্রায় দ্বিগুণ! তখন তিনি বলিউডের একচ্ছত্র সুপারস্টার, আর ডিম্পল ছিলেন সদ্য আত্মপ্রকাশ করা এক কিশোরী (Dimple Kapadia)।
বিয়ের শুরুটা যদিও বেশ রোমাঞ্চকর ছিল, কিন্তু কয়েক বছরের মধ্যেই সেই রঙিন পর্দা ছিঁড়ে বেরিয়ে আসে বাস্তবের কঠিন চিত্র (Dimple Kapadia)। রাজেশ খান্নার ক্যারিয়ার একসময় ধাক্কা খেতে শুরু করে, আর সেই সময়েই তাঁদের দাম্পত্যে দেখা দেয় চরম অশান্তি। শোনা যায়, রাজেশ খান্না চেয়েছিলেন তাঁর স্ত্রী যেন অভিনয় না করেন—এই শর্ত মেনে নিতে পারেননি ডিম্পল (Dimple Kapadia)।
পরবর্তীতে এক সাক্ষাৎকারে ডিম্পল বলেন, “আমি তখন অনেক ছোট ছিলাম। ছবিতে যা দেখতাম, সেটাকেই বাস্তব ভেবে নিয়েছিলাম। ভুল করেছিলাম।” প্রায় আট বছর একসঙ্গে থাকার পর তাঁরা আলাদা হয়ে যান। তবে কখনও আনুষ্ঠানিকভাবে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়নি।
এই দম্পতির দুই কন্যা—টুইঙ্কল খান্না ও রিঙ্কি খান্না। টুইঙ্কল ৯০-এর দশকে বলিউডে অভিনয় শুরু করলেও পরে অভিনয় ছেড়ে লেখিকা হিসেবে নিজের পরিচিতি গড়েছেন। বর্তমানে তিনি বলিউড অভিনেতা অক্ষয় কুমারের স্ত্রী।