Shopping cart

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • পাক অভিনেত্রীর সঙ্গে কাজের জেরে বয়কটের ডাক—সব চুপ! ‘বর্ডার ২’-এ শুটিং শেষ করেই জবাব দিলেন দিলজিত
বিনোদন

পাক অভিনেত্রীর সঙ্গে কাজের জেরে বয়কটের ডাক—সব চুপ! ‘বর্ডার ২’-এ শুটিং শেষ করেই জবাব দিলেন দিলজিত

diljit border 2
Email :1

পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে কাজ করা নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন জনপ্রিয় পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিত দোসাঞ্জ (Diljit Dosanjh)। তাঁর দেশপ্রেম নিয়ে উঠেছিল প্রশ্ন। এমনকি সোশ্যাল মিডিয়ায় উঠেছিল তাঁকে বয়কট করার দাবিও। জল্পনা শুরু হয়েছিল—দেশাত্মবোধক সিনেমা ‘বর্ডার ২’ থেকে নাকি বাদ পড়েছেন দিলজিত (Diljit Dosanjh)! তবে এই গুজবে নিজেই জল ঢেলে দেন অভিনেতা, ছবির শুটিং সেট থেকে ভিডিও শেয়ার করে জানান তিনি ঠিকই রয়েছেন প্রোজেক্টে (Diljit Dosanjh)।

এবার সেই আলোচিত সিনেমা ‘বর্ডার ২’-এর শুটিং শেষ হয়ে গেল (Diljit Dosanjh)। শনিবার, ইনস্টাগ্রামে একটি বিশেষ ভিডিও পোস্ট করে শুটিংয়ের শেষ দিনের উদযাপনের মুহূর্ত শেয়ার করলেন দিলজিত (Diljit Dosanjh)। ভিডিওতে দেখা গেল সহ-অভিনেতা বরুণ ধাওয়ান ও অহন পাণ্ডের সঙ্গে একেবারে উৎসবের মেজাজে রয়েছেন দিলজিত। হাতে লাড্ডুর বাক্স, যা নিজের হাতে খাইয়ে দিচ্ছেন বরুণ ও অহনকে। মিষ্টি খাওয়ানোই নয়, শুটিং ফ্লোরে উপস্থিত শিশুদের সঙ্গেও ভাগ করে নেন সেই আনন্দ।

শুধু সহঅভিনেতা নয়, তাঁদের একে অপরকে আলিঙ্গন করে শেষ দিনের শুটিংয়ের আবেগ ভাগ করে নিতে দেখা যায়। সেইসঙ্গে অনুরাগীদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো—দিলজিতকে একঝলক দেখতে ভিড় জমিয়েছিলেন অনেকে।

ইনস্টাগ্রামে ভিডিওর ক্যাপশনে পাঞ্জাবি ভাষায় দিলজিত লেখেন, “আমাদের বর্ডার ২ ছবির শুটিং শেষ হল। আমি এই ছবিতে নির্মল জিৎ সিং শেখনের চরিত্রে অভিনয় করছি।”

প্রসঙ্গত, এই ছবিটি পরিচালক জেপি দত্তার কালজয়ী ছবি ‘বর্ডার’-এর সিক্যুয়েল। নতুন ছবিতে দিলজিত ছাড়াও রয়েছেন বরুণ ধাওয়ান, সানি দেওল, অহন শেট্টি সহ একাধিক পরিচিত মুখ। সব কিছু ঠিক থাকলে ২০২৬ সালের জানুয়ারিতেই মুক্তি পেতে চলেছে ‘বর্ডার ২’।

দেশপ্রেম, আবেগ ও বাস্তব যুদ্ধের ছায়া নিয়ে এই ছবি ঘিরে দর্শকমহলে ইতিমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। বিতর্ককে পিছনে ফেলে দিলজিত যেভাবে এই প্রোজেক্টে নিজেকে জড়িয়ে রেখেছেন, তা প্রমাণ করল—তাঁকে হেয় করা সহজ নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts