বলিউডে শোকের ছায়া। আজ, সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র (Dharmendra)। ৮৯ বছর বয়সে তাঁর মৃত্যুর খবর পুরো দেশের হৃদয়ে যেন এক ক্ষত ফেলে দিল—এক যুগের অবসান। ধর্মেন্দ্র বার্ধক্যজনিত অসুস্থতার সঙ্গে কয়েকমাস ধরে লড়ছিলেন। শেষ দিনগুলোতে তাঁকে রাখা হয়েছিল মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে আইসিইউতে এবং ভেন্টিলেশনে (Dharmendra)। তাঁর চিকিৎসার জন্য আলাদা মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছিল, এবং প্রতিটি মুহূর্ত মুখ্য নজরে রাখছিলেন চিকিৎসকেরা।
১৯৫০–৬০–৭০–এর দশকে একের পর এক হিট ছবি, প্রায় ২৪৭টি ছবিতে অভিনয়, মেগাস্টারের ভাবমূর্তি—এভাবেই সংগৃহীত হয় ধর্মেন্দ্রের অনন্য চলচ্চিত্র জীবন (Dharmendra)। তাঁর সহযোগী ছিলেন জয়া বচ্চন, শাবানা আজমি — এমনকি করণ জোহরের ছবি “রকি অউর রানি কি প্রেমে কাহানি”-তে তাঁর অভিনয় আবার নতুন করে ম্যাজিক এনে দিয়েছিল। ডিসেম্বরেই তিনি ৯০ বছরে পা রাখার কথা ছিল; কিন্তু সেই চমৎকার প্রত্যাবর্তন আর দেখা হলো না ।
সোমবার দুপুর থেকে হাসপাতালের চত্বর তীব্র ব্যস্ত হয়ে ওঠে (Dharmendra)। দ্রুত ছুটেছেন হেমা মালিনীসহ তাঁর বন্ধু, সহকর্মী। সমগ্র দেশ প্রার্থনায় ছিল—“দ্রুত সুস্থ হোন, মহানায়ক।” কিন্তু কষ্টকরভাবে সেই প্রত্যাশা পূরণ হলো না। ধর্মেন্দ্র আজ চিরনিদ্রায় শায়িত, বলিউড এক গভীর শূন্যতা অনুভব করছে। তাঁর বিদায়ে ভারতীয় চলচ্চিত্র জগতের এক স্বর্ণযুগের সমাপন ঘটল।











