নস্ট্যালজিয়া, আবেগ, রোমাঞ্চ আর উচ্ছ্বাস—এই সবকিছুর এক অনন্য সন্ধিক্ষণ দেখা গেল শ্রাবণের এক সন্ধ্যায় নজরুল মঞ্চে। দীর্ঘ ৯ বছর পর আবারও একসঙ্গে দেখা গেল টলিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রীকে (Dev Subhasree)। সিনেমার রূপালি পর্দায় নয়, বরং মঞ্চে সামনে দাঁড়িয়ে সেই পুরনো রসায়নের ঝলক এনে দিলেন দুজনে। উপলক্ষ—আসন্ন ছবি ‘ধূমকেতু’র ট্রেলার লঞ্চ (Dev Subhasree)।
‘চ্যালেঞ্জ’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’-র মতো ব্লকবাস্টার ছবি উপহার দেওয়া এই জুটি এত বছর পরও দর্শকের হৃদয়ে ঠিক ততটাই প্রাসঙ্গিক। দেব-শুভশ্রীর (Dev Subhasree) পুনর্মিলনের সাক্ষী হতে নজরুল মঞ্চে উপচে পড়ল দর্শকদের ভিড়। লাল-নীল আলোয় সাজানো সেই মঞ্চ যেন মুহূর্তেই ফিরে গেল দশকখানেক আগের স্মৃতিতে। একই রঙের পোশাকে হাতে হাত রেখে দাঁড়িয়ে পড়লেন দেব-শুভশ্রী। যেন ঠিক আগের মতো, ঠিক সেই পুরনো ম্যাজিকেই।
এই আবেগঘন মুহূর্তে ঘটে গেল এক চমকপ্রদ দৃশ্য। শুভশ্রী দেবের (Dev Subhasree) দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, “আমার সঙ্গে বন্ধুত্ব করবে?” উপস্থিত দর্শকেরা তখন উত্তেজনায় ফেটে পড়েছেন। দেব অবাক হয়ে জিজ্ঞেস করলেন, “কেন?” শুভশ্রীর সহজ জবাব, “এমনি!” এই সরল, অকপট মুহূর্তেই মঞ্চে যেন তৈরি হল এক নতুন বন্ধুত্বের গল্প।
তাতে ইতি টানার আগেই দেব নিজের অনুভব প্রকাশ করলেন, “আমি ওর এক সাক্ষাৎকার দেখছিলাম। ওর হাসিটা ভীষণ মিস করছিলাম। বললাম, একটু হাসো!” এই কথায় মুহূর্তেই আবেগ আর উত্তেজনার ঢেউ ছড়িয়ে পড়ে পুরো অনুষ্ঠান জুড়ে।
এরপর শুভশ্রী জানিয়ে দেন আরও বড় সত্যি। বলেন, “আমি আর দেব কখনও চেষ্টাই করিনি আমাদের জুটিকে বাঁচিয়ে রাখার। কিন্তু দর্শকেরা—তাঁদের ভালবাসা, অনুভূতি, কান্না, আনন্দ আমাদের সম্পর্ককে বাঁচিয়ে রেখেছে। তাই সবার আগে তাঁদের ধন্যবাদ জানাতে চাই।”
এই আবেগঘন পুনর্মিলনের মুহূর্তে স্পষ্ট হয়ে যায়—দর্শকদের হৃদয়ে দেব-শুভশ্রী জুটি এখনও অমলিন। ১৪ আগস্ট মুক্তি পাচ্ছে এই জুটির বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’। রিলিজের আগেই ট্রেলার লঞ্চ ইভেন্টে এমন তীব্র উন্মাদনা টলিউডে বহুদিন দেখা যায়নি। দেব-শুভশ্রী বুঝিয়ে দিলেন—সময় কেটে গেলেও ভালোবাসা ঠিক আগের মতোই রয়ে গেছে।