Shopping cart

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • অসহযোগিতা পেরিয়ে কি ফের কামব্যাক? দেবের ছবিতে অনির্বাণ!
বিনোদন

অসহযোগিতা পেরিয়ে কি ফের কামব্যাক? দেবের ছবিতে অনির্বাণ!

anirban bhatt
Email :7

গত কয়েক দিন ধরেই টলিপাড়ায় গুঞ্জন, আসন্ন ছবিতে দেবের বিপরীতে আবারও ধূসর চরিত্রে অভিনয় করতে পারেন অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। দেব ও অনির্বাণের জুটি আগেও দর্শকের নজর কেড়েছে। তাই এই সম্ভাব্য নতুন জুটি নিয়ে স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছে (Anirban Bhattacharya)।

তবে অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya) কেরিয়ার পথে একটা সময় বড় বাধা এসেছিল। অতীতে টলিউডের একাংশ কলাকুশলীর বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খোলার জেরে তাঁকে ইন্ডাস্ট্রিতে কার্যত অসহযোগিতার মুখে পড়তে হয়েছিল। সেই সময় একাধিক কাজ হাতছাড়া হয় বলেও শোনা যায়। যদিও দেব প্রযোজিত ছবি ‘রঘু ডাকাত’-এ কাজের সুযোগ পেয়ে কিছুটা স্বস্তি পেয়েছিলেন তিনি।

এবার প্রশ্ন উঠছে, দেবের অনুরোধেই কি আবারও বড় ছবিতে জায়গা পাবেন অনির্বাণ? নতুন ছবিতে তাঁকে নেওয়া হলে কি টলিপাড়ায় তাঁর কপাল ফিরবে? এই মুহূর্তে এই নিয়েই জোর চর্চা শুরু হয়েছে। দেবের ছবিতে অনির্বাণের উপস্থিতি হলে ফের একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসতে পারেন এই গায়ক-অভিনেতা। এখন নজর সেদিকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts