মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসে নতুন করে জীবন শুরু করেছেন দেবলীনা নন্দী (Debolina Nandy)। এই মুহূর্তে নেটপাড়ায় তাঁকে ঘিরে চর্চার শেষ নেই। ৭৮টি ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালের শয্যায় জীবন ও মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে ছিলেন তিনি (Debolina Nandy)। সেই কঠিন সময় কাটিয়ে আবার ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন দেবলীনা। শুধু তাই নয়, আবার মঞ্চে ফিরেছেন তিনি। আর এই প্রত্যাবর্তনের মাঝেই এল আরও এক বড় সুযোগ, যা তাঁর কেরিয়ারে গুরুত্বপূর্ণ মোড় আনতে চলেছে।
গত বছর থেকেই টলিপাড়ায় গুঞ্জন, কিংবদন্তি অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর জীবন নিয়ে তৈরি হতে চলেছে একটি বায়োপিক। বাংলা সিনেমার ইতিহাসে যাঁর জীবন ও মৃত্যু আজও রহস্য আর ট্র্যাজেডিতে মোড়া, তাঁকে নিয়ে পূর্ণদৈর্ঘ্যের ছবি হওয়া সময়ের দাবি বলেই মনে করছেন অনেকে। সেই ছবিতেই এবার বড় চমক দেবলীনা নন্দী।
শনিবার প্রযোজক রানা সরকার নিজের সোশ্যাল মিডিয়ায় অঙ্কিতা মল্লিক ও দেবলীনা নন্দীর (Debolina Nandy) একটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, “এ মন আমার হারিয়ে যায় কোনখানে, কেউ জানে না শুধু আমার মন জানে।” এই পোস্ট ঘিরে শুরু হয় জল্পনা। বিষয়টি জানতে যোগাযোগ করা হলে রানা সরকার জানান, মহুয়া রায়চৌধুরীর জীবনের ট্র্যাজেডি সকলেরই জানা। অন্য দিকে দেবলীনাও সম্প্রতি জীবনের কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে গিয়েছেন। সেই জায়গা থেকেই তাঁর মনে হয়েছে, দেবলীনার কণ্ঠে গান শোনার প্রস্তাব দেওয়া উচিত।
মহুয়া রায়চৌধুরীর বায়োপিকের হাত ধরেই এবার প্লেব্যাক গানের দুনিয়ায় পা রাখতে চলেছেন দেবলীনা নন্দী। এই ছবিতে মহুয়ার অভিনীত জনপ্রিয় ছবিগুলির গান নতুন করে শোনা যাবে দেবলিনার কণ্ঠে। সংগীতপ্রেমী দর্শকদের কাছে যা নিঃসন্দেহে আলাদা আকর্ষণ হয়ে উঠতে চলেছে।
এই ছবিতে মহুয়া রায়চৌধুরীর চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের পরিচিত মুখ অঙ্কিতা মল্লিক। এর আগেই তিনি জানিয়েছেন, এই ছবির প্রস্তাব তাঁকে দিয়েছিলেন রানা সরকার। এত বড় ও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে তিনি কৃতজ্ঞ। প্রথম ছবিতেই এমন এক কিংবদন্তি অভিনেত্রীর চরিত্রে অভিনয় করার সুযোগ পাওয়া তাঁর কাছে বিশেষ প্রাপ্তি বলেই মনে করছেন অঙ্কিতা। আজও যাঁকে দর্শক মনে রেখেছেন, তাঁর জনপ্রিয়তা ও অভিনয় জীবনের নানা দিক পর্দায় তুলে ধরতে পেরে তিনি আনন্দিত।





