মুম্বইয়ের এক ম্যাজিস্ট্রেট আদালত অভিনেত্রী রিয়া চক্রবর্তীর উদ্দেশে (Rhea Chakraborty) নতুন করে নোটিস জারি করেছে সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় সিবিআই জমা দেওয়া ক্লোজার রিপোর্টের প্রেক্ষিতে। এই রিপোর্ট মার্চ ২০২৫-এ দাখিল করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
ম্যাজিস্ট্রেট আর. ডি. চবন মামলাটি শুনানির সময় বলেন, “মূল অভিযোগকারী / ভুক্তভোগী / ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে নোটিস জারি করা হোক।” তিনি জানান, রিয়ার (Rhea Chakraborty) হাতে নোটিস পৌঁছনোর বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত মামলার পরবর্তী শুনানি স্থগিত রাখা হবে। রিয়াকে (Rhea Chakraborty) আগামী ১২ আগস্টের মধ্যে আদালতে তার জবাব জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এই মামলায় মূল অভিযোগটি রিয়া চক্রবর্তীই দায়ের করেছিলেন, যেখানে তিনি সুশান্তের দুই বোন — প্রিয়াঙ্কা সিং ও মিটু সিং — এবং চিকিৎসক তরুণ নাথুরাম-এর বিরুদ্ধে অভিযোগ আনেন। রিয়ার (Rhea Chakraborty) দাবি ছিল, তাঁরা সুশান্তের মানসিক অবস্থার কথা জেনেও অবৈধভাবে প্রেসক্রিপশন ও ওষুধের ব্যবস্থা করেন, যা ছিল জাল ও বিনা চিকিৎসা পরামর্শে।
রিয়া (Rhea Chakraborty) আরও অভিযোগ করেন, সুশান্ত বাইপোলার ডিসঅর্ডারে আক্রান্ত ছিলেন এবং চিকিৎসা নিয়মিত না করলেও তাঁর বোনেরা শুধুমাত্র টেক্সট মেসেজে তাঁকে মানসিক রোগের ওষুধ জোগাড় করিয়ে দিতেন। ফলে, ওই প্রেসক্রিপশন নকল এবং আইনবিরুদ্ধ বলেই তাঁর দাবি।
এই অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া FIR-এ ভারতীয় দণ্ডবিধি এবং NDPS আইনের একাধিক ধারা প্রয়োগ করা হয়েছিল।
তবে সুশান্তের বাবা কেকে সিং পাটনায় পৃথক অভিযোগ দায়ের করে রিয়ার বিরুদ্ধেই আর্থিক প্রতারণা ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনেছিলেন, যা নিয়ে দেশজুড়ে শুরু হয় তোলপাড় ও তীব্র মিডিয়া কভারেজ।
পরবর্তী সময়ে সিবিআই এই মামলার দায়িত্ব নেয় এবং দীর্ঘ তদন্ত শেষে মার্চে আদালতে ক্লোজার রিপোর্ট জমা দেয়। তাতে বলা হয়, মূল অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ধরনের অপরাধমূলক প্রমাণ পাওয়া যায়নি।
এখন রিয়া চক্রবর্তীর জবাব পাওয়ার পর আদালত আবার এই মামলার পরবর্তী পদক্ষেপ স্থির করবে।