বলিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও অনন্যা পাণ্ডে সম্প্রতি হলিউড তারকা ব্র্যাড পিটের (Brad Pitt) প্রতি তাঁদের ভালোবাসা প্রকাশ করে সামাজিক মাধ্যমে পোস্ট করেন। তবে তাঁদের এই প্রকাশ্যে প্রশংসা ঘিরে চরম বিতর্কে জড়িয়েছেন তাঁরা। ব্র্যাড পিটের বিরুদ্ধে তাঁর প্রাক্তন স্ত্রী অ্যাঞ্জেলিনা জোলির আনা গার্হস্থ্য হিংসা ও শিশু নির্যাতনের গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও তাঁকে (Brad Pitt) “ভালোবাসা” জানানোয় ক্ষুব্ধ নেটদুনিয়ার একাংশ।
দীপিকা পাড়ুকোন ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, “Brad Pitt. That’s it, that’s the post. IYKYK.” অন্যদিকে অনন্যা পাণ্ডে লেখেন, “I love the movies!! I love F1!! I love caramel and cheese popcorn!! And I LOVE Brad Pitt.” এই পোস্টের মাধ্যমে তাঁরা সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ব্র্যাড পিট (Brad Pitt) অভিনীত F1 ছবির প্রশংসা করেন।
কিন্তু তাঁদের এই পোস্টে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বহু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। Reddit-এ কেউ লিখেছেন (Brad Pitt), “Wife beater. That’s it. That’s the post. Iykyk.” আরেকজন মন্তব্য করেছেন, “Brad Pitt is a known domestic abuser. Is DP okay?” আরও অনেকে প্রশ্ন তোলেন, “একজন অভিনেতা যিনি নিজের বাচ্চাদের মারধর করেছেন, স্ত্রীর গলাও চেপে ধরেছিলেন, তাঁকে ভালোবাসা জানানো কতটা যুক্তিযুক্ত?”
২০১৬ সালের সেপ্টেম্বরে অ্যাঞ্জেলিনা জোলি ও তাঁদের ছয় সন্তানকে নিয়ে একটি প্রাইভেট ফ্লাইটে প্যারিস থেকে লস অ্যাঞ্জেলস যাওয়ার সময় ঘটেছিল সেই কুখ্যাত ঘটনা। জোলির আদালতে জমা দেওয়া নথি অনুযায়ী, ব্র্যাড পিট (Brad Pitt) তাঁকে মাথা ধরে ঝাঁকিয়ে দেন, সন্তানদের একজনকে গলা টিপে ধরেন এবং আরেকজনকে ঘুষি মারেন। এমনকি সন্তানদের উপর মদ ছুড়ে দেওয়ারও অভিযোগ তোলেন জোলি । যদিও এই ঘটনায় আইনত কোনও অভিযোগ আনা হয়নি ব্র্যাড পিটের বিরুদ্ধে, কিন্তু ২০২২ সালে এক মামলার পাল্টা দাবিতে জোলি ফের সেই ঘটনার বিস্তারিত তুলে ধরেন।
আজও তাঁদের সন্তানরা ব্র্যাড পিটের নাম নিজেদের নামের সঙ্গে জুড়তে চান না। এমন পরিস্থিতিতে দীপিকা ও অনন্যার এই রকম খোলাখুলি সমর্থন যথেষ্ট বোধগম্য নয় বলে মনে করছেন অনেকেই।
অন্যদিকে, তাঁদের সমর্থকেরা প্রশ্ন তুলেছেন—যেখানে বলিউডেই বহু অভিযুক্ত এখনও কাজ পাচ্ছেন, প্রশংসিত হচ্ছেন, তখন কেন শুধু দীপিকা ও অনন্যাকেই টার্গেট করা হচ্ছে? উল্লেখযোগ্যভাবে, করণ জোহর ও হংসল মেহতা-র মতো আরও অনেক বলিউড তারকাও ব্র্যাড পিটের ছবি নিয়ে পোস্ট করেছেন, কিন্তু কেবল এই দুই অভিনেত্রীকেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে পড়তে হয়েছে।
ঘটনার জেরে ফের একবার উঠছে প্রশ্ন—তারকাদের জনপ্রিয়তা কি তাঁদের সব দোষ ঢেকে দেয়? নাকি বলিউডে এখনো নারীদেরই সহজ টার্গেট বানানো হয়?