বর্ডার ২’— (Border 2)সানি দেওলের এই বহু প্রতীক্ষিত ছবিটি নিয়ে ইতিমধ্যেই দর্শক মহলে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। দেশাত্মবোধক এই ছবির মাধ্যমে ফের একবার বক্স অফিস কাঁপাতে পারেন সানি, এমনটাই ধারণা অনেকের। তবে ছবির মুক্তির আগেই দেখা দিল বড় বিতর্ক। ছবিতে (Border 2) দিলজিৎ দোসাঞ্জকে কাস্ট করা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা এমপ্লয়িজ (FWICE)। বিষয়টি এখন শুধুমাত্র ইন্ডাস্ট্রির মধ্যেই সীমাবদ্ধ নেই, তা পৌঁছে গেছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে দেশের নানা গুরুত্বপূর্ণ মন্ত্রকে।
FWICE-এর আপত্তির কেন্দ্রে রয়েছে দিলজিতের (Border 2) নতুন পাঞ্জাবি ছবি ‘সরদার জি ৩’। এই ছবিতে অভিনয় করেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির-সহ আরও তিনজন পাকিস্তানি শিল্পী। এই ছবির জন্যই দিলজিতের উপর ক্ষুব্ধ ফেডারেশন। যদিও ‘সরদার জি ৩’ বিদেশে ২৭ জুন মুক্তি পেতে চলেছে, কিন্তু ভারতে ছবিটির মুক্তি ইতিমধ্যেই নিষিদ্ধ করা হয়েছে। ইউটিউব বা ওটিটি (Border 2) প্ল্যাটফর্মেও ছবি প্রকাশের উপর রয়েছে নিষেধাজ্ঞা।
FWICE-এর দাবি, পাকিস্তানি শিল্পীদের সঙ্গে একাধিকবার কাজ করেছেন দিলজিৎ (Border 2)। এই পরিস্থিতিতে তাঁকে ‘বর্ডার ২’-এর মতো একটি সেনাবাহিনী-ভিত্তিক দেশপ্রেমমূলক ছবিতে কাস্ট করা দেশের মানুষের ও শিল্পীদের আবেগে আঘাত। তাঁরা নির্মাতাদের চিঠি দিয়ে দিলজিৎকে বাদ দেওয়ার অনুরোধ জানিয়েছেন। শুধু তাই নয়, এই চিঠি পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রক, বৈদেশিক মন্ত্রক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকেও। দিলজিতের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছে ফেডারেশন। একইসঙ্গে, ‘সরদার জি ৩’ ছবির প্রযোজকদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ চাওয়া হয়েছে (Border 2)।
এর পাশাপাশি সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC)-এর কাছেও অনুরোধ জানানো হয়েছে যাতে কোনওভাবেই ছবিটিকে ভারতে সার্টিফিকেশন না দেওয়া হয়।
উল্লেখ্য, ১৯৯৭ সালের কালজয়ী ছবি ‘বর্ডার’ পরিচালনা করেছিলেন জে.পি. দত্ত। তারই সিক্যুয়েল ‘বর্ডার ২’ পরিচালনা করছেন অনুরাগ সিং। ছবিতে অভিনয় করছেন সানি দেওল, বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ এবং আহান শেট্টি। আগামী ২৩ জানুয়ারি ২০২৬ ছবিটি মুক্তি পাওয়ার কথা। ইতিমধ্যেই ছবির অধিকাংশ শুটিং শেষ হয়ে গেছে বলে খবর। তবে এখন প্রশ্ন উঠেছে—এই বিতর্কের প্রেক্ষিতে দিলজিৎ দোসাঞ্জকে কি বাদ দেওয়া হবে ছবির কাস্ট থেকে? নাকি নির্মাতারা কোনও ব্যাখ্যার পথ বেছে নেবেন? এই বিতর্কের নিষ্পত্তির দিকেই এখন তাকিয়ে গোটা বলিউড।