‘তাসখন্দ ফাইলস’ এবং ‘কাশ্মীর ফাইলস’-এর পর পরিচালক বিবেক অগ্নিহোত্রী এবার নতুন রাজনৈতিক থ্রিলার নিয়ে আসছেন—‘দ্য বেঙ্গল ফাইলস: রাইট টু লাইফ’। প্রথমে ছবির নাম ছিল ‘দ্য দিল্লি ফাইলস’, কিন্তু সাবটাইটেলে লেখা ছিল দ্য বেঙ্গল চ্যাপ্টার (Bengal Files)। পরে হঠাৎ করেই তিনি ছবির নাম পাল্টে দেন। এই নাম পরিবর্তন নিয়ে অনেকেরই সন্দেহ, বিশেষ করে বাংলার ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে কি না তা নিয়ে আলোচনা চলছে (Bengal Files)।
ছবির প্রেক্ষাপট ১৯৪০-এর দশকের অবিভক্ত বাংলার সাম্প্রদায়িক হিংসা এবং সেই সময়কার ঘটনার প্রভাব দিল্লির রাজনীতিতে কীভাবে পড়েছিল, সেটাই দেখানো হবে (Bengal Files)। পোস্টারে পুরনো সংবাদপত্রের কাটিং এবং সেই সময়ের সহিংসতার ছবি রয়েছে। ছবিটি মুক্তি পাবে ৫ সেপ্টেম্বর।
প্রচারের জন্য বিবেক অগ্নিহোত্রী এবার আসছেন কলকাতায় (Bengal Files)। জানা গেছে, ট্রেলার লঞ্চের আগে তিনি কালীঘাট মন্দিরে পূজা দেবেন এবং শহিদ মিনারে শ্রদ্ধা জানাবেন। অনেকেই মনে করছেন, বর্তমান রাজনৈতিক আবহে এটি এক ধরনের কৌশল, যা বাঙালি আবেগে প্রভাব ফেলতে পারে।
এর আগে জুন মাসে মুক্তিপ্রাপ্ত ট্রেলারে দেখা যায়—একজন নেপথ্য কণ্ঠ বলছেন, “আমি একজন কাশ্মীরি পণ্ডিত, তাই বলতে পারি বাংলা আরেকটা কাশ্মীর হতে চলেছে…”। সেখানে জ্বলন্ত দুর্গা মূর্তির দৃশ্যও রয়েছে। ট্রেলার ধর্মীয় মেরুকরণ, সাম্প্রদায়িক সহিংসতা এবং স্বাধীনতার ৮০ বছর পরও এই সমস্যার উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলে। এই সবকিছু নিয়েই তৈরি হয়েছে বিতর্ক, এবং অনেকের মতে এটি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার প্রচেষ্টা।
ছবিতে অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, দর্শন কুমার, পল্লবী যোশী এবং বিশেষ ভূমিকায় শাশ্বত চট্টোপাধ্যায়। সেন্সর বোর্ড এখনো ছবির বিষয়ে কোনো আপত্তি তোলেনি, তবে ভবিষ্যতে ‘কাঁচি’ চলবে কিনা, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।