Shopping cart

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • Babil Khan: ভাইরাল কান্নার পর সিদ্ধান্ত বদল! বাবিল আর থাকছেন না সেই আলোচিত ছবিতে
বিনোদন

Babil Khan: ভাইরাল কান্নার পর সিদ্ধান্ত বদল! বাবিল আর থাকছেন না সেই আলোচিত ছবিতে

Email :2

অভিনেতা বাবিল খান আবারও শিরোনামে উঠে এসেছেন (Babil Khan)। কিছুদিন আগে তাঁর (Babil Khan) আবেগঘন ভাঙনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যার কারণে তাঁকে (Babil Khan) নানান সমালোচনার মুখে পড়তে হয়। এরপর পরিচালক সাই রাজেশ বাবিলের (Babil Khan) টিমের কাছে বিষয়টি নিয়ে পরিষ্কার ব্যাখ্যা দাবি করেন।

বাবিল এই পরিচালকের আগামী হিন্দি সিনেমায় অভিনয় করার কথা ছিল। এটি ছিল ২০২৩ সালের তেলুগু ছবি ‘বেবি’-র হিন্দি রিমেক। কিন্তু এখন বাবিল এই প্রজেক্ট থেকে সরিয়ে নিয়েছেন নিজেকে। এই সিদ্ধান্তের কথা তিনি নিজেই সামাজিক মাধ্যমে জানিয়েছেন।

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে বাবিল লেখেন, “অসংখ্য চেষ্টা, আবেগ এবং পারস্পরিক শ্রদ্ধার সঙ্গে সাই রাজেশ স্যার ও আমি একসাথে এই যাত্রায় নেমেছিলাম, যাতে আমরা একসাথে জাদু তৈরি করতে পারি। দুর্ভাগ্যবশত, কিছু অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে, এই কাজটি আগের পরিকল্পনা অনুযায়ী এগোতে পারেনি।”

তিনি আরও লেখেন যে, তিনি কিছুদিন সময় নিচ্ছেন নিজের জন্য এবং পরিচালক ও টিমকে শুভকামনা জানিয়েছেন। তিনি লেখেন, “আমাদের মধ্যে যে ভালবাসা আছে, সেটা আমি জানি। আমরা ভবিষ্যতে নিশ্চয়ই আবার দেখা করব এবং সেই জাদু একসাথে সৃষ্টি করব।”

পরিচালক সাই রাজেশও একটি বিবৃতি দিয়েছেন। তিনি লিখেছেন, “বাবিল আমার দেখা সবচেয়ে প্রতিভাবান ও পরিশ্রমী অভিনেতাদের একজন। প্রস্তুতির সময় ওর সঙ্গে সময় কাটিয়ে আমি খুব খুশি হয়েছিলাম। ওর অভিনয় চোখের সামনে দেখে মুগ্ধ হয়েছিলাম। ও আমার ‘হিরো’—তাকে মিস করব।” তিনি আরও লেখেন, “ওর নিজের যত্ন নেওয়ার সিদ্ধান্তকে আমি শ্রদ্ধা জানাই এবং ওর ভবিষ্যতের জন্য রইল অনেক ভালোবাসা ও শুভকামনা। আমরা ভবিষ্যতে নিশ্চয়ই আবার একসাথে কিছু অসাধারণ তৈরি করব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts