আলোর উৎসব দীপাবলির আনন্দের মাঝেই বলিউডে শোকের ছায়া নেমেছে। প্রয়াত হলেন হিন্দি সিনেমার কিংবদন্তি কমেডিয়ান আসরানি (Asrani Death)। মুম্বইয়ের জুহু এলাকার আরোগ্য নিধি হাসপাতালে দীর্ঘদিনের চিকিৎসার পর সোমবার বিকেল ৪টার সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তাঁর বয়স ছিল ৮৪ বছর (Asrani Death)।
বর্ষীয়ান এই অভিনেতা (Asrani Death) দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। জানা গেছে, ফুসফুসে জল জমার সমস্যা দেখা দিয়েছিল। কয়েকদিন ধরে তিনি জীবন-মৃত্যুর লড়াই চালাচ্ছিলেন, তবে শেষরক্ষা হল না।
আসরানি, পুরো নাম গোবর্ধন আসরানি (Asrani Death), রাজস্থানের জয়পুরে জন্মগ্রহণ করেছিলেন। থিয়েটার থেকে ক্যারিয়ার শুরু করে হিন্দি সিনেমায় পা রাখেন তিনি। পার্শ্ব চরিত্রে থাকলেও সময়ের দাপুটে অভিনেতাদের সঙ্গে টক্কর দেওয়ার ক্ষমতা রাখতেন। শুধু অভিনয়ই নয়, বহু ছবির চিত্রনাট্য লিখেছেন এবং কিছু ছবিও পরিচালনা করেছেন। ১৯৭৭ সালে ‘চলা মুরারি হিরো বননে’ ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করেছেন এবং ছবির চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বও সামলেছেন। ১৯৭৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘সালাম মেমসাব’ ছবিটিও পরিচালনা করেছিলেন (Asrani Death)।
চুপকে চুপকে, মেরে আপনে, বাওয়ারচি, ভুল ভুলাইয়া সহ অসংখ্য জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন (Asrani Death)। বিশেষত ‘শোলে’-এর দাপুটে জেলারের চরিত্রটি আজও সিনেমাপ্রেমীদের মনে অম্লান। কমেডি টাইমিংয়ে তাঁর সমকক্ষ ছিলেন খুবই কম। আসরানির চলে যাওয়ায় বলিউড গভীর শোকস্তব্ধ।