Shopping cart

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • “সবাই বলত আমি শেষ হয়ে গেছি”— ডিপ্রেশন থেকে কীভাবে বেঁচে উঠলেন অনুরাগ কাশ্যপ
বিনোদন

“সবাই বলত আমি শেষ হয়ে গেছি”— ডিপ্রেশন থেকে কীভাবে বেঁচে উঠলেন অনুরাগ কাশ্যপ

anurag kashyap
Email :7

বলিউডের নামকরা পরিচালক অনুরাগ কাশ্যপ (Anurag Kashyap) এবার খুলে বললেন কেন তিনি মুম্বই ছেড়ে দক্ষিণ ভারতে গিয়ে নতুন জীবন শুরু করেছেন। মুম্বইয়ের নেগেটিভিটি, বলিউডের শুধু বক্স অফিস নিয়ে পাগলামো আর বাজে মানের সিনেমার চাপে তিনি নাকি একেবারে ভেঙে পড়েছিলেন। এমনকি ডিপ্রেশনের মধ্যেও চলে গিয়েছিলেন তিনি।

অনুরাগ (Anurag Kashyap) জানিয়েছেন, মুম্বই থাকাকালীন চারপাশে মানুষ এমনভাবে কথা বলত যে তিনি নাকি ‘আলকোহলিক’, ক্যারিয়ার শেষ হয়ে যাচ্ছে, নিয়ন্ত্রণ হারাচ্ছেন। কেউ কেউ আবার নিজেকে তার ত্রাণকর্তা ভেবে ক্যারিয়ার বাঁচানোর পরামর্শ দিতেন। কিন্তু সেই টক্সিক পরিবেশ ছেড়ে যখন তিনি (Anurag Kashyap) দক্ষিণে চলে আসেন, তখনই সবকিছু পাল্টে যায়। তাঁর কথায়, “এখানে মানুষ আমাকে এত ভালোবাসে, আমি ভাবতেই পারি না মুম্বইতে আমি এতদিন কী করছিলাম।”

তিনি (Anurag Kashyap) আরও জানান, দক্ষিণে আসার পর হঠাৎ করেই মদ খাওয়ার অভ্যাস ছেড়ে দিয়েছেন। শরীরচর্চা শুরু করেছেন, আবারও লিখতে শুরু করেছেন। অনুরাগের ভাষায়, “আমি কোনো চেষ্টা না করেই একেবারে বদলে গেছি। আর মুম্বইতে আমার নাম শুনলেই লোকে ভাবত আমি খারাপ খবর বয়ে আনব।”

সুধীর শ্রীনিবাসনের ইউটিউব শো-তে অনুরাগ বলেন, “বলিউডে এখন কেউ আমাকে মেলামেশার জন্য ডাকেই না। কারণ তারা ভাবে আমি নির্ভয়ে কথা বলি, ফলে প্রোডাকশন হাউসের সঙ্গে তাদের কাজ নষ্ট হয়ে যেতে পারে।”

তিনি আরও জানান, রাইফেল ক্লাব নামের একটি ছবির কাজ করার পরই তাঁর জীবনে নতুন আলো এসেছে। নতুন পরিচালক, মালায়ালম সিনেমা আর দক্ষিণের ভালোবাসাই তাঁকে ফের বাঁচিয়ে দিয়েছে।

ডিপ্রেশনে থাকা সময়েই নেটফ্লিক্সের জন্য বানাতে চাওয়া তাঁর স্বপ্নের সিরিজ ম্যাক্সিমাম সিটি বন্ধ হয়ে যায়। কয়েকটি ছবি আটকে যায়। তবে সুখবর হলো— তাঁর ছবি নিশানচি মুক্তি পেতে চলেছে আগামী ১৯ সেপ্টেম্বর। এছাড়া বান্দর আর কেনেডি নামের দুটি সম্পূর্ণ ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts