মহিত সুরি এবং ইয়াশ রাজ ফিল্মস — রোমান্টিক সিনেমার জগতে দু’টি দুর্দান্ত নাম। প্রথমবার একসঙ্গে কাজ করে তাঁরা উপহার দিয়েছেন নতুন প্রজন্মের জন্য হৃদয় ছোঁয়া প্রেমকাহিনি ‘সইয়ারা’। নতুন মুখ আহান পান্ডে এবং অনীত পাড্ডা তাঁদের অভিনয় দিয়ে দর্শকের মন কেড়েছেন ইতিমধ্যেই। ১৮ জুলাই মুক্তি পাওয়া এই সিনেমাটি প্রেম, স্বপ্ন এবং সংগ্রামের মোহময় গল্প বলেছে — যেখানে এক সাংবাদিক হওয়ার স্বপ্ন দেখা তরুণী ‘বানী’ এবং বিখ্যাত গায়ক হওয়ার আকাঙ্ক্ষায় থাকা ‘কৃষ’ একে অপরের জীবনে ঢুকে পড়ে এক আবেগঘন জার্নিতে (Anurag Basu)।
এই সিনেমার সাফল্যের পরই চর্চা শুরু হয় ‘আশিকি ৩’ নিয়ে — যেটি পরিচালনা করছেন অনুরাগ বসু (Anurag Basu), এবং মুখ্য ভূমিকায় রয়েছেন কার্তিক আরিয়ান ও দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা। শোনা যাচ্ছিল, ‘আশিকি ৩’ নাকি গল্পে মিল থাকায় পিছিয়ে যাচ্ছে! কিন্তু এবার নিজেই মুখ খুললেন অনুরাগ বসু (Anurag Basu)।
তিনি (Anurag Basu) সাফ জানিয়ে দিলেন — “সইয়ারা আর আশিকি ৩ এক নয়!” তিনি বলেন, “মহিত আর আমি খুব কাছের মানুষ। ওর সিনেমার সাফল্যে আমি খুশি। দুটো ছবির একমাত্র মিল — নায়ক একজন রকস্টার। আর সেখানে গল্পের মিল নেই। সইয়ারাতে মেয়েটির আলঝাইমার্স আছে, আমার ছবিতে তা একেবারেই নেই। আমি আগে থেকেই জানতাম মহিত কী করছে। তাই একই ধরনের গল্প কেন লিখব?”
এর পাশাপাশি, তিনি জানিয়েছেন ‘আশিকি ৩’-এর শ্যুটিং প্রায় ৪০ শতাংশ শেষ হয়েছে। আগামী আগস্ট ও সেপ্টেম্বর মাসে একটি গুরুত্বপূর্ণ শিডিউল ঠিক করা হয়েছে, যেখানে কার্তিককে ক্লিন শেভ লুকে দেখা যাবে। তবে এখন তিনি অন্য একটি ছবির শ্যুটিংয়ে ব্যস্ত — ‘তু মেরি ম্যায় তেরা’, যেখানে তাঁর বিশেষ লুক রয়েছে, আর সেটির কন্টিনিউটি বজায় রাখতে হবে। তাই ‘আশিকি ৩’-এর পরবর্তী শিডিউল শুরু হবে সেই কাজ শেষ হওয়ার পরই।
সাইয়ারা বনাম আশিকি ৩: প্রেমকাহিনির দুনিয়ায় কি শুরু হয়েছে স্নেহের ছায়ায় সুপ্ত প্রতিদ্বন্দ্বিতা? নাকি দুই পরিচালক শুধু তাঁদের নিজস্ব পথেই হাঁটছেন?