আবারও বিতর্কে ভোজপুরী সুপারস্টার পবন সিং। সম্প্রতি এক লাইভ শো-এর মঞ্চে পারফরম্যান্স করার সময় সহ-অভিনেত্রী অঞ্জলি রাঘবের (Anjali Raghav) পেটে অশ্লীলভাবে হাত দেওয়ার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। ঘটনাটি ক্যামেরাবন্দি হয়ে মুহূর্তে ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। চারদিকে শুরু হয়েছে তীব্র সমালোচনা (Anjali Raghav)।
ভিডিওতে দেখা যায়, লখনউতে তাঁদের নতুন গান ‘সাইয়া সেবা করে’–এর প্রচারের সময় হঠাৎই অঞ্জলির (Anjali Raghav) পেটে হাত দেন পবন। প্রথমে অঞ্জলি বিষয়টি এড়িয়ে গিয়ে অনুষ্ঠান চালিয়ে যান। কিন্তু ভিডিও ছড়িয়ে পড়তেই নেটিজেনদের ক্ষোভ আছড়ে পড়ে পবনের উপর। সমালোচনার মুখে পড়ে পবন দাবি করেন— “অভিনেত্রীর পেটে মাছি বসেছিল, সেটাই তাড়াতে গিয়ে হাত পড়ে যায়।” তবে তাঁর এই যুক্তি একেবারেই বিশ্বাসযোগ্য মনে হয়নি কারও কাছে।
অন্যদিকে, অভিনেত্রী অঞ্জলি রাঘব (Anjali Raghav) এই ঘটনায় কাঁদো কাঁদো মুখে ভিডিও বার্তা দিয়ে জানিয়েছেন— “আমি দোষী নই, অথচ আমাকেই দোষ দেওয়া হচ্ছে। গত দুদিন ধরে আমি ভীষণ মানসিক যন্ত্রণার মধ্যে আছি। মানুষ আমাকে কুরুচিকর মেসেজ পাঠাচ্ছেন। কেউ কেউ বলছেন, আমি নাকি প্রতিবাদ না করে মজা নিয়েছি। কিন্তু আপনারাই বলুন, কেউ যদি জনসমক্ষে আপনাকে অশ্লীলভাবে স্পর্শ করে, সেটা কি উপভোগ করার মতো?”
অভিনেত্রী (Anjali Raghav) আরও জানান, মঞ্চে উপস্থিত টিমকে তিনি জিজ্ঞেস করেছিলেন, সত্যিই তাঁর পেটে কিছু লেগেছিল কিনা। সবার উত্তর ছিল— “না।” এই ঘটনার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং ভোজপুরী ইন্ডাস্ট্রি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
অঞ্জলি আরও অভিযোগ করেছেন, পবন সিংয়ের পিআর টিম তাঁকে ভয় দেখিয়ে চুপ থাকতে বলেছিল। তবে তিনি সাহস করে মুখ খুলেছেন। তাঁর অনুরাগীরা এখন সোশ্যাল মিডিয়ায় পবনের কড়া শাস্তির দাবি তুলেছেন।
উল্লেখ্য, এর আগেও অশ্লীল গানের জন্য বিতর্কে জড়িয়েছিলেন পবন সিং। এমনকি আসানসোলে তাঁর শো বাতিল হয়েছিল। তখন বাংলাপক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় পবনের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছিলেন। এবার অঞ্জলি রাঘবের এই অভিযোগে আবারও চাপে পড়লেন ভোজপুরী সুপারস্টার।