বলিউডের বক্স অফিসে দীর্ঘদিন পর ফিরেছে ব্লকবাস্টারের জোয়ার—‘সাইয়ারা’ ছবির সৌজন্যে। পরিচালক মোহিত সুরির এই রোমান্টিক লাভ স্টোরি ইতিমধ্যেই আয় করেছে ৫০০ কোটিরও বেশি, আর সেই সাফল্যের ঢেউ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতেও। তবে বড় পর্দার এই প্রেমকাহিনী (Ahan Pandey) কি সত্যিই রূপ নিচ্ছে বাস্তব জীবনে? গুঞ্জন কিন্তু তেমনই বলছে!
সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, ‘সাইয়ারা’র জুটি আহান পাণ্ডে (Ahan Pandey) ও অনীত পাড্ডা হাত ধরাধরি করে শপিং করছেন এক মলে। অনীতের হাত শক্ত করে ধরে আহানকে (Ahan Pandey) ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়তেই বলিউড মহল থেকে শুরু করে ফ্যানদের মধ্যে গুঞ্জন—শুটিং সেট থেকেই কি শুরু হয়েছে এই তারকা জুটির প্রেমের গল্প? যদিও এখনও পর্যন্ত দু’জনের কেউই এই নিয়ে মুখ খোলেননি।
আহান পাণ্ডে (Ahan Pandey) , বলিউড অভিনেতা চাঙ্কি পাণ্ডের ভাইপো এবং নামী শিল্পপতি চিকি পাণ্ডের ছেলে। বিলাসবহুল জীবন, বিদেশে ছড়িয়ে থাকা পারিবারিক ব্যবসা—সবই ছিল হাতে। স্নাতক ডিগ্রি শেষ করে বাবার ব্যবসায় নাম লেখান, সফলও হন। কিন্তু মন টানত সিনেমার দিকে। তাই যশরাজ ব্যানারের একাধিক ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন এবং সেখান থেকেই পান অভিনয়ের বড় সুযোগ। বর্তমানে তাঁর ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ প্রায় ৪৫ কোটি টাকা। ‘সাইয়ারা’ ছবির জন্য তিনি পেয়েছেন প্রায় সাড়ে তিন কোটি টাকা পারিশ্রমিক।
অন্যদিকে অনীত পাড্ডা প্রথমে বিজ্ঞাপনের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন, এরপর ওয়েব সিরিজে নজর কাড়েন। ‘সাইয়ারা’ তাঁর জন্যও বড় ব্রেকথ্রু, যা তিনি অসাধারণ অভিনয়ের মাধ্যমে কাজে লাগিয়েছেন। উচ্চ-মধ্যবিত্ত পরিবারে বড় হওয়া অনীত স্নাতক শেষ করেই মডেলিং ও বিজ্ঞাপনের জগতে প্রবেশ করেন। বর্তমানে তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ৪ কোটি টাকা এবং ‘সাইয়ারা’ ছবিতে কাজের জন্য তিনি পেয়েছেন ২.৫ কোটি টাকা।