Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • “কার্তিকের সঙ্গেও সুশান্তের মতোই হচ্ছে!”—বলিউডের অন্ধকার সত্য ফাঁস করলেন আমাল মালিক!
বিনোদন

“কার্তিকের সঙ্গেও সুশান্তের মতোই হচ্ছে!”—বলিউডের অন্ধকার সত্য ফাঁস করলেন আমাল মালিক!

kartik aryan
Email :2

বলিউডের অন্ধকার দিক নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন জনপ্রিয় গায়ক ও সুরকার আমাল মালিক (Amal Malik)। তিনি দাবি করেছেন, কার্তিক আরিয়ানের সঙ্গেও ঠিক সেই ষড়যন্ত্র করা হচ্ছে, যেটা একসময় সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ঘটেছিল। তাঁর এই মন্তব্যে চমকে উঠেছেন কার্তিকের ভক্তরা এবং আবারও বলিউডের স্বজনপোষণ ও পাওয়ার পলিটিক্সের বিতর্ক উঠে এসেছে আলোচনায়।

সম্প্রতি মির্চি প্লাসকে দেওয়া এক সাক্ষাৎকারে আমাল মালিক (Amal Malik) বলেন, “পাবলিক এখন ইন্ডাস্ট্রির আসল চেহারা বুঝে গেছে। এতটাই অন্ধকার একটা জায়গা, যেখানে মানুষের জীবন চলে যায়। সুশান্ত সিং রাজপুত এই অন্ধকার সামলাতে পারেননি। যাই হোক, কেউ বলুক এটা আত্মহত্যা, কেউ বলুক খুন—তথ্য যাই হোক, একটা মানুষ তো চলে গেল।”

আমালের (Amal Malik) মতে, “এই ইন্ডাস্ট্রিই এমন কিছু করেছিল, যা সুশান্তের মন আর আত্মাকে ভেঙে দিয়েছিল। অনেকে তাঁকে মানসিকভাবে ভেঙে পড়তে বাধ্য করেছিল। আর যখন এই কথা সামনে আসে, তখন সাধারণ মানুষ বলিউডের দিকে আঙুল তোলে—‘এই লোকগুলো খুব খারাপ’ বলে বিদ্রোহ শুরু করে।”

তিনি আরও বলেন, “জনসমক্ষে কখনও বলিউড এতটা এক্সপোজ হয়নি, যতটা হয়েছে সুশান্তের মৃত্যুর পর। সেই মৃত্যু যেন ইন্ডাস্ট্রির মুখোশ খুলে দেয়। যারা দোষী, তারা এই পতনেরই যোগ্য ছিল। একজন সৎ, গুণী মানুষের সঙ্গে অন্যায় করা হয়েছিল।”

আলোচনার মধ্যেই আমাল কার্তিক আরিয়ানের প্রসঙ্গ তুলে বলেন, “আজ কার্তিক আরিয়ানের সঙ্গেও ঠিক সেই ধরনের জিনিস ঘটানোর চেষ্টা করছে কিছু মানুষ। কার্তিক হাসিমুখে নাচতে নাচতে এই চ্যালেঞ্জগুলোর মোকাবিলা করছে। কিন্তু তার পেছনে তার বাবা-মা রয়েছেন, যারা ওকে সবসময় সাপোর্ট করেন।”

তাঁর (amal malik) মতে, কার্তিক একজন আউটসাইডার, যে নিজের পরিশ্রমে বলিউডে জায়গা করে নিয়েছে। কিন্তু তার পরেও শত শত মানুষ তাকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। “বড় বড় প্রযোজক, অভিনেতারা পাওয়ার প্লে চালায়, তাকে দমিয়ে রাখার চেষ্টা করে,” এমনটাই অভিযোগ আমালের।

২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রায় নিজের ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া যায় সুশান্ত সিং রাজপুতকে। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী, তাঁর মৃত্যু হয় আত্মহত্যার মাধ্যমে, শ্বাসরোধের কারণে। কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি, এমনকি আঘাত বা সংঘর্ষের চিহ্নও ছিল না। কিন্তু এই ঘটনা গোটা দেশকে নাড়া দিয়ে যায়। মানসিক স্বাস্থ্যের গুরুত্ব, বলিউডের নেপোটিজম এবং স্বজনপোষণ নিয়ে তীব্র বিতর্কের জন্ম দেয় সেই মৃত্যু। রাজনৈতিক নেতারাও তাঁর মৃত্যু নিয়ে সরব হন এবং মানসিক স্বাস্থ্যের ওপর গুরুত্ব দেওয়ার ডাক দেন।

আজ আবার সেই প্রসঙ্গেই বলিউডের অন্ধকার দিক নিয়ে মুখ খুললেন আমাল মালিক, যা ফের একবার বলিউডের স্বচ্ছতা ও নৈতিকতার প্রশ্ন তোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts