Shopping cart

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • শুটিং সেটেই এল দুঃসংবাদ! প্রিয়জনের মৃত্যুর খবরে শোকে ভেঙে পড়লেন আল্লু অর্জুন
বিনোদন

শুটিং সেটেই এল দুঃসংবাদ! প্রিয়জনের মৃত্যুর খবরে শোকে ভেঙে পড়লেন আল্লু অর্জুন

allu arjun
Email :19

প্যান ইন্ডিয়ার সুপারস্টার আল্লু অর্জুনের (Allu Arjun) ভক্তরা সবসময় অপেক্ষা করে থাকেন তাঁর নতুন ছবির জন্য। তবে এবার কাজের মাঝেই পেলেন হৃদয়বিদারক দুঃসংবাদ। নতুন ছবির শুটিং সেটে ব্যস্ত থাকার সময় হঠাৎই খবর পান, প্রয়াত হয়েছেন তাঁর ঠাকুমা, অল্লু কনকারত্নম।

মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই শোকের ছায়া নেমে আসে অভিনেতার (Allu Arjun) জীবনে। ছোটবেলা থেকে ঠাকুমার স্নেহে মানুষ হয়েছেন আল্লু। (Allu Arjun) তাই প্রিয়জনকে হারানোর খবর শোনামাত্রই তিনি ভেঙে পড়েন। সঙ্গে সঙ্গে শুটিং থামিয়ে দ্রুত বাড়ির পথে রওনা দেন তিনি। মৃত্যুকালে আল্লু কনকারত্নমের বয়স হয়েছিল ৯৮ বছর (Allu Arjun) ।

শুধু আল্লুই নয়, খবর পৌঁছে যায় তাঁর তুতো ভাই রাম চরণের কাছেও। তিনিও তড়িঘড়ি পরিবারের পাশে দাঁড়াতে ফিরে আসছেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, ‘পুষ্পা ২’ মুক্তির পর থেকেই একের পর এক চ্যালেঞ্জের মুখে পড়ছেন আল্লু। ইডির নজরে পড়া থেকে শুরু করে নানা সমস্যার সম্মুখীন হয়েছেন তিনি। সব ঝড় কাটিয়ে ফের কাজে ফিরলেও এবার পরিবারের এই শোকের খবরে ভেঙে পড়লেন নায়ক।

বর্তমানে তিনি দক্ষিণী পরিচালক অ্যাটলির সঙ্গে নতুন একটি ছবির শুটিং করছিলেন। পরিচালক অ্যাটলি এখন বড় নাম ইন্ডাস্ট্রিতে। তাঁর ছবিই ‘জওয়ান’-এ শাহরুখ খান জাতীয় পুরস্কার জিতেছেন। অন্যদিকে, আল্লু অর্জুনও ‘পুষ্পা’-র জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন। ফলে দর্শকের চোখ এখন আল্লু-অ্যাটলি জুটির দিকেই। তবে এর মাঝেই দুঃসংবাদের কারণে সাময়িকভাবে শুটিং ছেড়ে বাড়ির পথে ফেরত আসতে হল নায়ককে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts