Shopping cart

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • ‘সংস্কারি বউমা’ আলিয়া! শাশুড়ি নীতুর সঙ্গে গণপতি আরাধনায় ভাইরাল ছবিতে কাপুর পরিবারে সুখের ঝলক
বিনোদন

‘সংস্কারি বউমা’ আলিয়া! শাশুড়ি নীতুর সঙ্গে গণপতি আরাধনায় ভাইরাল ছবিতে কাপুর পরিবারে সুখের ঝলক

alia aa
Email :2

উৎসবের রেশ শেষ হলেও আলিয়া ভাটের কাছে যেন শেষ হচ্ছে না আনন্দ (Alia Bhatt)। চলতি বছর নিজের বাড়িতে স্বামী রণবীর কাপুরের সঙ্গে জমজমাটভাবে গণেশ চতুর্থীর পুজোর আয়োজন করেছিলেন আলিয়া (Alia Bhatt)। নিয়ম মেনে দিন কয়েক আগে বিসর্জনও হয়ে গিয়েছে। তবে কাজের ব্যস্ততায় সে সময় ভক্তদের সঙ্গে ছবি বা ভিডিও ভাগ করতে পারেননি অভিনেত্রী। অবশেষে উৎসব মিটে যাওয়ার পর আলিয়া দেখালেন নিজের বাড়ির গণেশ আরাধনার আধ্যাত্মিক মুহূর্ত।

গত কয়েক দিন ধরে মুম্বই শহরজুড়ে উৎসবের আবহ। বড় বড় প্যান্ডেলে এখনও গণপতি বিরাজমান (Alia Bhatt)। সেই আবহেই আলিয়া ভাট শেয়ার করলেন নিজের বাড়ির পুজোর ঝলক। কখনও পরনে সাদা সালোয়ার-কামিজ আর কানে ঝুমকো, কখনও আবার গোলাপি রঙের ডিজাইনার শাড়িতে সেজে উঠলেন অভিনেত্রী। শাশুড়ি নীতু কাপুরের পাশে দাঁড়িয়ে মিষ্টি বউমার ছবি দেখে মুগ্ধ অনুরাগীরা ন। ছবিগুলোতে দেখা যাচ্ছে, আলিয়া যেন সংসারের মেয়ের মতো সব দায়িত্ব পালন করছেন।

চতুর্থীর দিন তিনি ডায়েট ভুলে খেয়েছেন মোদকও। তবে অবাক করার মতো বিষয় হল, স্বামী রণবীর কাপুরকে কোনও ফ্রেমে পাওয়া যায়নি। আলিয়ার পোস্ট যেন পুরোপুরি শাশুড়িময়! তাই নেটিজেনরা তাঁকে বলেছেন—“কাপুর পরিবারের সংস্কারি বউমা।”

শুধু অভিনেত্রী নন, একদিকে সিনেমা আর প্রযোজনার কাজ সামলে, অন্যদিকে সংসারের দায়িত্বও সমানভাবে পালন করেন আলিয়া। কখনও মা ও বোনের সঙ্গে সময় কাটান, আবার কখনও শাশুড়ির সঙ্গে পারিবারিক অনুষ্ঠানে দেখা যায় তাঁকে। কখনও কাপুরদের পারিবারিক মধ্যাহ্নভোজে, কখনও দেওরের বিয়েতে কর্তব্যপরায়ণ বউদি হয়ে হাজির হয়েছেন। সেই কারণেই কাপুর পরিবারের সকলের নয়নমণি তিনি। এবারের গণেশ উৎসবেও শাশুড়ির সঙ্গে তাঁর ঘনিষ্ঠ মুহূর্ত দেখে নেটিজেনরা আরও একবার মুগ্ধ হলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts