বলিউডে নায়িকাদের মধ্যে ‘ক্যাটফাইট’ (Bollywood Catfight) নতুন নয়। শুটিং সেটে তর্ক, সহ-অভিনেত্রীকে এড়িয়ে চলা বা সোশ্যাল মিডিয়ায় মন্তব্য – সবই সময়ে সময়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকে। এবার সেই রেঙ্গে নামলেন আলিয়া ভাট এবং অনন্যা পাণ্ডে (Bollywood Catfight)।
ঘটনার সূত্রপাত ‘ধুরন্ধর’ সিনেমার প্রসঙ্গে আলিয়ার একটি পোস্ট থেকে (Bollywood Catfight)। সম্প্রতি আলিয়া ইয়ামি গৌতমকে প্রশংসা করে নিজেকে তার ফ্যান দাবি করেন। নেটিজেনরা অনুমান করছেন, আলিয়া হয়তো সিনেমার পরিচালক আদিত্য ধরের নজর কাড়তে এই প্রশংসা করেছেন (Bollywood Catfight)।
এতদিন রণবীর সিংয়ের সঙ্গে বন্ধুতা থাকা সত্ত্বেও ‘গাঙ্গুবাঈ’ ছবির সময় আলিয়া ‘ধুরন্ধর’ নিয়ে কোনো পোস্ট দেননি। কিন্তু ‘ধুরন্ধর’ ছবি মুক্তির পর শুভেচ্ছা জানিয়েছেন। এই প্রসঙ্গে অনেকে বলছেন, ছবিতে কাজ পাওয়ার জন্য আলিয়ার এই আচরণ।
এমন খবর ছড়িয়ে যাওয়ার পর অনন্যা পাণ্ডের একটি পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে আলিয়াকে ‘সুযোগসন্ধানী’ বলে তোপ দাগা হয়েছে। সেই পোস্টে অনন্যা নিজেও লাইক দিয়েছেন। বলিউডে এই ভাইরাল লাইক ঘিরে উত্তেজনা তীব্র।
প্রত্যক্ষদর্শীদের মতে, ফিল্মফেয়ার ওটিটি ২০২৫ শোতে অনন্যাকে দেখে আলিয়া চোখ এড়িয়েছিলেন। সেই ঘটনা ভিডিও হয়ে নেটপাড়ায় ভাইরাল হয়েছিল। এরপর থেকেই নেটগসিপে তাদের মধ্যে উত্তেজনা দেখা গেছে।
তবে দুই নায়িকার মুখে এখনো কুলুপ। অনুরাগীরা শুধু অপেক্ষা করছেন, পরবর্তী কোনো পোস্ট বা মন্তব্যে তাদের ‘ক্যাটফাইট’ কি আরও সামনে আসবে।









