বলিউডের জনপ্রিয় অভিনেতা অচ্যুৎ পোতদার (Achyut Potdar) প্রয়াত। সোমবার মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে তিনি(Achyut Potdar) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন এই বর্ষীয়ান অভিনেতা।
‘থ্রি ইডিয়টস’ ছবিতে কড়া অধ্যাপকের চরিত্রে অভিনয় করে বিশেষ নজর কাড়েন অচ্যুৎ (Achyut Potdar)। তবে সিনেমায় আসার আগে তিনি অভিনেতা ছিলেন না। প্রথমে তিনি কাজ করেছেন ভারতীয় সেনাবাহিনীতে, পরে দীর্ঘদিন যুক্ত ছিলেন ইন্ডিয়ান অয়েল কোম্পানির সঙ্গে। এরপর আশির দশকে ধীরে ধীরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনয় শুরু করেন।
শুধু থ্রি ইডিয়টস নয়, তিনি অভিনয় করেছেন আরও বহু জনপ্রিয় ছবিতে—আক্রোশ, তেজাব, পরিন্দা, রাজু বন গয়া জেন্টলম্যান, দিলওয়ালে, দাবাং ২, লগে রহো মুন্নাভাই, পরিণীতা-সহ অসংখ্য ছবিতে। শুধু হিন্দি নয়, তিনি অভিনয় করেছেন একাধিক মারাঠি ছবিতেও। তাঁর অভিনয় জীবনে রয়েছে প্রায় ১২৫টিরও বেশি ছবি।
অচ্যুৎ পোতদারের মৃত্যুতে স্বাভাবিকভাবেই বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর সহকর্মী ও ভক্তরা সোশ্যাল মিডিয়ায় গভীর শোক প্রকাশ করেছেন।