Shopping cart

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • আমার মেয়েকে নিয়ে…. এবার ক্ষোভে ফেটে পড়লেন অভিষেক বচ্চন
বিনোদন

আমার মেয়েকে নিয়ে…. এবার ক্ষোভে ফেটে পড়লেন অভিষেক বচ্চন

abhishek bachchan gamily
Email :4

ঐশ্বর্য রাই বচ্চন— বলিউডের গ্ল্যামার কুইন, একের পর এক হিট ছবির মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি। তবে সিনেমার বাইরে তাঁর ব্যক্তিগত জীবনও কম আলোচনার বিষয় নয়। প্রেম, বিয়ে, সংসার, শ্বশুরবাড়ির সম্পর্ক— সব কিছু নিয়েই বারবার শিরোনামে এসেছেন। কখনও মুখ খুলেছেন, আবার কখনও নীরব থেকেছেন। নীরব থেকেছেন অভিষেক বচ্চনও (Abhishek Bachchan)।

কিন্তু একটি বিষয়ে তিনি সবসময় সরব— আর তা হল তাঁর মেয়ে আরাধ্যা বচ্চন। জন্মের পর থেকেই আলোচনায় থেকেছে আরাধ্যা। ছোট থেকেই তার লুক, স্কুলের পারফরম্যান্স, এমনকি হাঁটার ভঙ্গিও নেটিজেনদের নজর কাড়ে। অনেক সময় সমালোচনার শিকারও হতে হয় তাকে।

একবার আরাধ্যার জন্মদিন উপলক্ষে বিদেশে গিয়েছিল বচ্চন পরিবার (Abhishek Bachchan)। সেখানেই বিমানবন্দরে আরাধ্যার হাঁটার ভঙ্গি নিয়ে শুরু হয় ব্যাপক ট্রোল। অনেকেই দাবি করেন, আরাধ্যা নাকি ঠিকমতো হাঁটতে পারে না, তার শারীরিক সমস্যা রয়েছে। শুধু তাই নয়, আরাধ্যার সঙ্গে তার মা ঐশ্বর্যের সৌন্দর্যের তুলনা টেনে কটুকথাও শোনাতে ছাড়েননি নেটিজেনরা (Abhishek Bachchan)।

এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে ঐশ্বর্য বলেছিলেন, “আরাধ্যা আমার প্রাণ, আমার আত্মা। ও-ই আমার সবকিছু। ওর জন্যই বেঁচে আছি আমি।” মেয়েকে নিয়ে সবসময়ই আবেগপ্রবণ থাকেন এই অভিনেত্রী।

অভিষেক বচ্চনও (Abhishek Bachchan) স্পষ্ট জানিয়েছেন, সমালোচনা তাঁকে টার্গেট করলে তিনি মেনে নেন। তাঁর ভাষায়, “আমি পাবলিক ফিগার, তাই আমাকে ট্রোল করা যায়। কিন্তু আমার মেয়ে তো নয়। ওকে অপমান করা একেবারেই অন্যায়।”

নেটিজেনদের এই কটাক্ষে ক্ষুব্ধ বচ্চন পরিবার বারবারই মুখ খুলেছে। তবে আরাধ্যাকে সবসময় সুরক্ষিত রাখতে চান ঐশ্বর্য। তাঁর কাছে মেয়ে-ই পুরো পৃথিবী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts