হিন্দি ভাষার আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভে ফুঁসছে দেশের দক্ষিণ রাজ্যগুলি। সম্প্রতি এই একই ভাষাগত উত্তেজনা ছড়িয়ে পড়েছে মহারাষ্ট্রেও। কোথাও মারাঠি না জানার কারণে নিগৃহীত হতে হয়েছে এক নিরীহ দোকানদারকে, আবার কোথাও ব্যাঙ্কে মারাঠি ভাষায় কথা না বলায় বিতর্ক চরমে উঠেছে। এর মাঝেই মারাঠি গৌরবকে সামনে রেখে এক চমকপ্রদ সিদ্ধান্ত নিলেন বলিউড তারকা আমির খান (Aamir Khan)।
‘খান’ পদবী নিয়ে বহুবার তাঁকে (Aamir Khan) কটাক্ষ, এমনকি দেশদ্রোহী তকমাও জুটেছে। কখনও ধর্মকে সামনে এনে তাঁকে পাকিস্তানে চলে যাওয়ার হুমকিও দেওয়া হয়েছে। কিন্তু সব সময় নিজের দেশপ্রেমের পরিচয় দিয়েছেন নিজের সিনেমার মাধ্যমেই। এবার আবারও প্রমাণ করলেন, দেশকে ভালোবাসা শুধু মুখে নয়, কাজেও দেখাতে হয় (Aamir Khan)।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির (Aamir Khan) জানান, তিনি এখন মারাঠি ভাষায় সাবলীল। কিন্তু এটা একদিনে হয়নি। অভিনেতা (Aamir Khan) বলেন, “৪৪ বছর বয়সে হঠাৎ উপলব্ধি করলাম, আমি আমার নিজের রাজ্যের ভাষাটাই জানি না! ছোটবেলায় স্কুলে শেখানো হলেও তখন গুরুত্ব দিইনি। এটা আমার লজ্জার বিষয়। তাই সিদ্ধান্ত নিই গৃহশিক্ষকের সাহায্যে মারাঠি শেখার।”
তিনি আরও বলেন, “আপনি যেই পেশাতেই থাকুন, যত বেশি ভাষা জানবেন, আপনার জন্য ততই ভালো। ভাষা শেখা মানে শুধু যোগাযোগ নয়, সংস্কৃতি ও আত্মপরিচয়ের সঙ্গে জড়িয়ে থাকা।”
যদিও আমির সরাসরি ভাষা নিয়ে চলা রাজনৈতিক বা সামাজিক বিতর্ক নিয়ে কিছু বলেননি, তবে তাঁর এই পদক্ষেপ অনেকেই হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে একটি মৃদু প্রতিবাদ হিসেবেই দেখছেন।
বর্তমানে যেখানে একাংশ হিন্দিকে দেশের একমাত্র ভাষা হিসাবে চাপিয়ে দিতে চাইছে, সেখানে একজন প্রভাবশালী অভিনেতা নিজের রাজ্যের আঞ্চলিক ভাষা শিখে যে বার্তা দিলেন, তা নিঃসন্দেহে উল্লেখযোগ্য।