রবিবার দুপুরবেলা আচমকাই বলিউড তারকা আমির খানের (Aamir Khan) বাড়িতে হাজির হয় পঁচিশ জন আইপিএস অফিসারের একটি দল। বিলাসবহুল গাড়ি চড়ে তারা যখন একসঙ্গে ঢুকে পড়ে অভিনেতার বাসভবনে, তখনই বলিপাড়া জুড়ে শুরু হয়ে যায় জোর গুঞ্জন। কেউ বলছেন, আমির(Aamir Khan) খান বুঝি বড়সড় কোনও আইনি ঝামেলায় জড়িয়ে পড়েছেন, তো কেউ বলছেন এটি নিছকই একটি সিনেমার প্রস্তুতির অংশ—হয়তো কোনও নতুন পুলিশি থ্রিলারের জন্য মাঠে নেমে পড়েছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ (Aamir Khan) ।
জল্পনা আরও তীব্র হয় যখন জানা যায়, মেঘালয়ের ‘হানিমুন মার্ডার’ নিয়ে সিনেমা বানানোর পরিকল্পনা করছেন আমির (Aamir Khan) । সেই সূত্রেই হয়তো তদন্তে যুক্ত থাকা পুলিশ আধিকারিকদের সঙ্গে দেখা করার পরিকল্পনা করেছেন তিনি। আবার একইসঙ্গে খবর উঠে আসে, কর্ণাটকে রেজিস্টার্ড আমির খানের (Aamir Khan) এক গাড়ি রোড ট্যাক্স না দেওয়ায় সমস্যা তৈরি হয়েছে। সেই কারণেও পুলিশ হয়তো অভিনেতার বাড়িতে হানা দিয়েছে—এই ধরণের তত্ত্বও ঘুরছে সোশ্যাল মিডিয়ায়।
তবে সব জল্পনায় জল ঢেলে অবশেষে মুখ খুলেছে আমির খানের (Aamir Khan) প্রযোজনা সংস্থা। যেহেতু আমির খান এক বছর আগেই সোশ্যাল মিডিয়া থেকে সরে দাঁড়িয়েছেন, তাই এখন তাঁর তরফে যে কোনও বিবৃতি আসে অফিসিয়াল টিম থেকেই। তাঁদের তরফে জানানো হয়েছে, “আসলে একদল ট্রেনি আইপিএস অফিসার আমির খানের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন। তাঁরাই আগ্রহ প্রকাশ করেন। আমির নিজেও তাঁদের স্বাগত জানাতে পেরে অত্যন্ত খুশি হয়েছেন।”
এছাড়া বিবৃতিতে একেবারে স্পষ্ট করে দেওয়া হয়েছে, অভিনেতা (Aamir Khan) কোনও আইনি জটিলতায় জড়াননি। এটি ছিল সম্পূর্ণ প্রীতিসভা ও সৌজন্যমূলক সাক্ষাৎ।
এদিকে সদ্য মুক্তিপ্রাপ্ত ‘সিতারে জমিন পর’ সিনেমা দিয়ে আমির খান ঘুরে দাঁড়িয়েছেন বহুদিনের ব্যর্থতার পর। সিনেমাটি যেমন বক্স অফিসে ব্যবসা করেছে, তেমনি প্রশংসিত হয়েছে সমালোচকদের কাছেও। শোনা যাচ্ছে, এবার মহাভারতের উপর ভিত্তি করে এক বিশাল মাপের প্রজেক্টে হাত দিতে চলেছেন আমির। এই ছবিতে তিনি থাকবেন পরিচালক এবং প্রযোজকের ভূমিকায়।
আর ব্যক্তিগত জীবনেও যেন নতুন এক আলো এসে পড়েছে তাঁর জীবনে। সব মিলিয়ে দীর্ঘ সময় পরে যেন আবার নিজের ছন্দে ফিরেছেন আমির খান।