আমির খান (Aamir Khan)ও গৌরী স্প্র্যাটের সম্পর্ক নিয়ে আলোচনা নতুন নয়। কিরণ রাওয়ের সঙ্গে দ্বিতীয়বারের দাম্পত্য ভাঙনের পর থেকেই গৌরীর সঙ্গে আমিরের সম্পর্ক নিয়ে চর্চা চলছে। সম্প্রতি মুম্বইয়ে গৌরীর সঙ্গে নতুন বাড়িতে থাকতে শুরু করেছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। একসঙ্গে থাকা শুরু করার পর থেকেই বারবার উঠছে বিয়ের প্রশ্ন। অবশেষে সেই প্রশ্নের স্পষ্ট উত্তর দিলেন আমির নিজেই।
সম্প্রতি এক অনুষ্ঠানে পাপারাজ্জিদের মুখোমুখি হয়ে আমির (Aamir Khan) বলেন, তিনি ও গৌরী বহুদিন ধরেই মন থেকে বিবাহিত। তাঁর কথায়, তাঁরা একে অপরের সঙ্গে গভীর সম্পর্কে রয়েছেন এবং আলাদা করে খাতায়-কলমে বিয়ের প্রয়োজন অনুভব করেন না। আমির জানান, তাঁরা সব সময় একে অপরের পাশে থাকেন, সুখ-দুঃখ ভাগ করে নেন এবং জীবন একসঙ্গেই কাটাচ্ছেন। তাঁর মতে, বিয়ে একটি সামাজিক প্রতিষ্ঠান হলেও সম্পর্কের গভীরতা তার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ।
আমির (Aamir Khan) আরও বলেন, মনের দিক থেকে তাঁরা বহুদিন ধরেই স্বামী-স্ত্রীর মতোই জীবনযাপন করছেন। তাই আলাদা করে বিয়ের দরকার নেই বলেই মনে করেন তিনি। এর থেকে বেশি আর কীই বা চাওয়ার থাকতে পারে, এমনটাই ইঙ্গিত দেন অভিনেতা।
উল্লেখ্য, মুম্বইয়ে গৌরীর সঙ্গে যে নতুন বাড়িতে আমির থাকছেন, সেটি তাঁর পরিবারের বাড়ি থেকে খুব দূরে নয়। ফলে দুই পরিবারের সঙ্গে যোগাযোগ ও দায়িত্ব পালনে কোনও সমস্যা হয় না। প্রসঙ্গত, আমিরের ষাটতম জন্মদিনেই প্রথমবার প্রকাশ্যে গৌরীর সঙ্গে তাঁর সম্পর্কের কথা জানান তিনি। মুম্বইয়ের এক অনুষ্ঠানে সকলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে গৌরীর পরিচয় করিয়ে দেন আমির। জানা যায়, দু’জন একে অপরকে চেনেন দুই দশকেরও বেশি সময় ধরে। দীর্ঘদিনের বন্ধুত্বই ধীরে ধীরে প্রেমের সম্পর্কে পরিণত হয়েছে।












