Shopping cart

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • আমির খানের গোপন সন্তানের দাবি! ভাই ফয়সালের বিস্ফোরক অভিযোগ
বিনোদন

আমির খানের গোপন সন্তানের দাবি! ভাই ফয়সালের বিস্ফোরক অভিযোগ

aamir khan brother
Email :3

বলিউড অভিনেতা আমির খানের সঙ্গে তাঁর ভাই ফয়সাল (Aamir Khan Brother) খানের সম্পর্ক নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সম্প্রতি মুম্বইয়ে এক সাংবাদিক সম্মেলন করে ফয়সাল ঘোষণা করেন, তিনি (Aamir Khan Brother) পরিবারের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করছেন। সেই অনুষ্ঠানে তিনি আমির খানের ব্যক্তিগত জীবন নিয়ে একাধিক বিস্ফোরক দাবি করেন।

ফয়সালের (Aamir Khan Brother) অভিযোগ, আমির তাঁর প্রথম স্ত্রী রীনা দত্তর সঙ্গে বিবাহিত থাকাকালীনই এক সাংবাদিকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। এমনকি তাঁদের একটি সন্তানও রয়েছে। ফয়সাল বলেন, যখন আমির কিরণ রাওয়ের সঙ্গে বসবাস করছিলেন, তখন পরিবার তাঁকে জোর করে বিয়ে দিতে চাইছিল। কিন্তু ফয়সাল রাজি হননি। সেই রাগেই তিনি একটি চিঠি লেখেন, যেখানে পরিবারের নানা আচরণের পাশাপাশি আমিরের কথিত সম্পর্ক ও সন্তানের প্রসঙ্গও তোলেন।

ফয়সাল (Aamir Khan Brother) দাবি করেন, “আমির রীনাকে বিয়ে করে, পরে তাঁকে তালাক দেয়। এরপর জেসিকা হাইন্সের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে এবং তাঁদের একটি অবৈধ সন্তান হয়। তখনও সে কিরণের সঙ্গে থাকত।” ফয়সালের প্রশ্ন, পরিবারের একাধিক সদস্যের বৈবাহিক জীবন সফল হয়নি, তবুও তাঁরা তাঁকে কেন বিয়ের জন্য জোর করছিলেন? সেই কারণেই তিনি পরিবার থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts