Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • শেখ হাসিনাকে হুমকি, জাকির নায়েককে রক্ষা—বাংলাদেশের নতুন কূটনৈতিক স্ট্র্যাটেজি কী?
বিদেশ

শেখ হাসিনাকে হুমকি, জাকির নায়েককে রক্ষা—বাংলাদেশের নতুন কূটনৈতিক স্ট্র্যাটেজি কী?

zakir naik
Email :2

দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মানচিত্রে বিস্ফোরক পরিস্থিতি। বিতর্কিত ধর্মীয় বক্তা জাকির নায়েককে (Zakir Naik) বাংলাদেশ সফরের অনুমতি নিয়ে তীব্র টানাপোড়েন তৈরি হয়েছে ভারত ও বাংলাদেশের মধ্যে। নয়াদিল্লি স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা জাকির ঢাকায় পৌঁছনোর সঙ্গে সঙ্গে তাঁকে গ্রেপ্তার করে ভারতের হাতে তুলে দেওয়ার প্রত্যাশা রয়েছে। এই চাপের ঠিক মুখেই পালটা পদক্ষেপ নিল ইউনুস প্রশাসন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘পলাতক’ ঘোষণা করে বাংলাদেশের বিভিন্ন সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে (Zakir Naik)।

গত শুক্রবার রাষ্ট্রদ্রোহ মামলায় ২৬১ জনের বিরুদ্ধে বিজ্ঞপ্তি দেয় আদালত। অভিযোগ, ‘জয় বাংলা ব্রিগেড’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সরকার উৎখাতের পরিকল্পনা করছিলেন অভিযুক্তরা। তদন্তকারীদের চার্জশিটের ভিত্তিতে হাসিনা-সহ বহুজনকে পলাতক হিসেবে ঘোষণা করা হয়। রাজনৈতিক মহলের মতে, এই বিজ্ঞপ্তি কেবল বিচারপ্রক্রিয়ার আনুষ্ঠানিকতা নয়—বরং ভারতের প্রতি ঢাকার শক্ত বার্তা।

কারণ এই সময়েই ২৮ নভেম্বর ঢাকায় আসছেন জাকির নায়েক (Zakir Naik)। বৃদ্ধিপ্রাপ্ত মৌলবাদী আবেগের মুখে তাঁকে অভ্যর্থনা দিতেই উদ্যোগী হয়েছে ইউনুস প্রশাসন। ভারত স্পষ্ট জানিয়েছে, জাকির নায়েকের (Zakir Naik) বিরুদ্ধে UAPA সহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। ২০১৬ সালে ভারত ত্যাগের পর মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া এই বিতর্কিত বক্তাকে ফেরত চায় দিল্লি। নয়াদিল্লির কূটনৈতিক বার্তার পরই হাসিনাকে ‘পলাতক’ ঘোষণা—কাকতাল নয় বলেই মত আন্তর্জাতিক পর্যবেক্ষকদের।

কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছে নতুন বাংলাদেশ সরকার। আইএসআই-এর তৎপরতা, মৌলবাদী সংগঠনগুলির উত্থান এবং সেনা নেতৃত্বের ঘন ঘন সফর—সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণ বদলাচ্ছে (Zakir Naik)। বিশ্লেষকদের মতে, ভারতকে চাপে রাখতে এবং জাকিরকে রক্ষা করতে হাসিনার নাম ব্যবহারই আপাতত ঢাকার কৌশল।

অন্যদিকে, দিল্লির আনাচে কানাচে ঘোর প্রশ্ন—বাংলাদেশ কি পাকিস্তানের পথেই হাঁটছে? জাকিরের সফরে কি আবার অস্থিরতার সুর বাজছে সীমান্তের ওপারে? কূটনৈতিক দাবা খেলা জারি, নজর এখন আন্তর্জাতিক মহলের দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts