মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ভারত ও আমেরিকার সম্পর্ককে “ভালো হলেও একতরফা” বলে আখ্যায়িত করেছেন। মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি আলোচনায় তিনি জানালেন, ভারত অতিরিক্ত শুল্ক আরোপ করে আমেরিকাকে বাণিজ্যে ক্ষতির মধ্যে ফেলে রেখেছে।
ট্রাম্পের (Donald Trump) মতে, “ভারত সবসময় আমাদের ওপর বেশি শুল্ক চাপিয়েছে, অন্যদিকে আমরা ওদের কাছ থেকে কিছুই পাইনি। ভারতে আমেরিকান পণ্য বিক্রি কঠিন ছিল। উদাহরণস্বরূপ, আমাদের হার্লে বাইকের ওপর ভারতে ২০০ শতাংশ শুল্ক ছিল। তাই আমাদেরকে ভারতে উৎপাদন করতে হয়েছে।” তিনি (Donald Trump) আরও বলেন, “এখন ভারত শুল্ক কমানোর প্রস্তাব দিচ্ছে, যা আগেই করা উচিত ছিল।”
প্রসঙ্গত, ট্রাম্পের (Donald Trump) শুল্ক আরোপের নীতি অনুযায়ী ভারতের পণ্যের ওপর প্রথমে ২৫ শতাংশ শুল্ক, পরে রাশিয়ার তেল ক্রয়ের কারণে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়। মার্কিন প্রশাসন সতর্ক করেছে, মস্কোর সঙ্গে তেল বাণিজ্য অব্যাহত রাখলে ভারতের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা জারি হতে পারে।
এই অবস্থায় ভারত বিকল্প বাণিজ্যের পথ খুঁজছে। সম্প্রতি তিয়ানজিনে এসসিও সামিটের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পার্শ্ব বৈঠক ট্রাম্পের জন্য ইঙ্গিতবাহী বার্তা হিসেবে দেখা হয়েছে।
এদিকে কেন্দ্রের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, আমেরিকার সঙ্গে বাণিজ্য ইস্যুতে আলোচনা চলছে। ট্রাম্পের নতুন বিবৃতি প্রকাশ্যে এলে বিষয়টি আন্তর্জাতিক কূটনীতিতে নতুন উত্তাপ সৃষ্টি করেছে।