আমেরিকায় ঢোকার পথে বড় কড়াকড়ি শুরু হল (Visa Halt)। ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়ার প্রক্রিয়া বন্ধ করে দিল আমেরিকা। বুধবার, ১৪ জানুয়ারি মার্কিন স্টেট ডিপার্টমেন্টের তরফে এই ঘোষণা করা হয়। এই তালিকায় রয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের নাম (Visa Halt)। তবে ভারতের নাম নেই। ভারতীয়দের ভিসা দেওয়া নিয়ে আপাতত কোনও আপত্তি নেই আমেরিকার।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য, যে সব দেশের নাগরিকরা আমেরিকায় এসে সরকারি সুযোগ-সুবিধার উপর নির্ভর করে জীবনযাপন করেন, সেই সব দেশকেই এই তালিকায় রাখা হয়েছে। তাঁর দাবি, যাঁরা নিজের খরচে জীবন চালাতে সক্ষম নন এবং সরকারি সাহায্যের উপর ভরসা করবেন, তাঁদের আমেরিকায় প্রবেশ আটকাতেই এই সিদ্ধান্ত (Visa Halt)। ট্রাম্পের মতে, আমেরিকান নাগরিকদের করের টাকায় অন্য দেশের মানুষ বসবাস করছে, যা বন্ধ করাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য।
এই অভিবাসী ভিসা কতদিন বন্ধ থাকবে, সে বিষয়ে এখনও কিছু স্পষ্ট করে জানানো হয়নি। মার্কিন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও জানিয়েছেন, ইতিমধ্যেই সমস্ত কনস্যুলার অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে যেন বাংলাদেশ, পাকিস্তান সহ ৭৫টি দেশের নাগরিকদের ইমিগ্রান্ট ভিসা দেওয়া বন্ধ করা হয়। আগামী ২১ জানুয়ারি থেকে এই নির্দেশ কার্যকর হবে।
তবে যাঁরা ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা বা নন-ইমিগ্রান্ট ভিসায় আমেরিকা যেতে চান, তাঁদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। তাঁদের ভিসা প্রক্রিয়া আগের মতোই চলবে।
উল্লেখ্য, গত বছরের নভেম্বর মাস থেকেই ট্রাম্প প্রশাসন ভিসা নীতিতে কড়াকড়ি শুরু করেছে। এর আগেও আফ্রিকা, এশিয়া এবং লাতিন আমেরিকার একাধিক দেশের নাগরিকদের ক্ষেত্রে অভিবাসী ও অ-অভিবাসী ভিসা প্রক্রিয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। নতুন এই সিদ্ধান্তে আরও বড় পরিসরে ভিসা বন্ধের পথে হাঁটল আমেরিকা।













