Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • বিশ্ব রাজনীতিতে চাঞ্চল্য – প্রাক্তন স্পিকারের খুনে বিদেশি শক্তির ভূমিকা?
বিদেশ

বিশ্ব রাজনীতিতে চাঞ্চল্য – প্রাক্তন স্পিকারের খুনে বিদেশি শক্তির ভূমিকা?

Ukraine former speaker
Email :2

শনিবার ভয়াবহ এক ঘটনায় খুন হলেন ইউক্রেনের (Ukraine) সংসদের প্রাক্তন স্পিকার আন্দ্রে পারুবি। আততায়ীর গুলিতে ঝাঁজরা হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এই হত্যাকাণ্ডের খবর নিশ্চিত করেছে ইউক্রেন সরকার। দেশজুড়ে তৈরি হয়েছে চাঞ্চল্য (Ukraine) ।

ইউক্রেনের (Ukraine) প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক্স (পূর্বতন টুইটার)-এ লিখেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো এবং প্রসিকিউটর জেনারেল রুসলান ক্রাভচেঙ্কো ইতিমধ্যেই তাঁকে ঘটনার প্রাথমিক তথ্য জানিয়েছেন  । জেলেনস্কি শোকবার্তায় লিখেছেন, “আন্দ্রে পারুবির পরিবার ও প্রিয়জনদের প্রতি আমার গভীর সমবেদনা রইল। এই ভয়ংকর হত্যাকাণ্ডের তদন্তে সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ইউক্রেনের জনপ্রিয় সংবাদমাধ্যম কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, রাজধানী কিয়েভের দক্ষিণাঞ্চলীয় ফ্রাঙ্কিভস্কি জেলাতে দুপুরের দিকে এই হামলার ঘটনা ঘটে। পুলিশ প্রথমে একটি জরুরি ফোনকল পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছিল। কিন্তু ততক্ষণে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন প্রাক্তন স্পিকার।

এখন বড় প্রশ্ন উঠছে—যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে এই হত্যাকাণ্ডের নেপথ্যে কি শুধুই স্থানীয় দ্বন্দ্ব, নাকি এর পেছনে সক্রিয় কোনও বিদেশি শক্তি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts