ভারতের ইতিহাসে অন্যতম বৃহৎ ব্যাঙ্ক প্রতারণা মামলার মূল অভিযুক্ত নিরব মোদির (Nirav Modi) জামিনের আবেদন ফের খারিজ করল লন্ডনের হাই কোর্ট। এটি তাঁর (Nirav Modi) ১০ নম্বর জামিন আবেদন, যা বৃহস্পতিবার ইউকে-র হাই কোর্ট অব জাস্টিস, কিং’স বেঞ্চ ডিভিশন দ্বারা নাকচ করা হয় (Nirav Modi)।
ভারতের পক্ষ থেকে আদালতে বলা হয়, নিরব মোদি পলাতক এবং জামিন পেলে পালিয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে, সেই যুক্তি গ্রহণ করেছে আদালত। গোটা শুনানিতে ক্রাউন প্রসিকিউশন সার্ভিসকে সহায়তা করেন ভারতের সিবিআই-এর সিনিয়র অফিসারদের একটি দল, যারা এই মামলার তদন্তকারী ও আইনি প্রতিনিধি।
সিবিআই এক বিবৃতিতে জানায়,“জামিনের আবেদন জোরালোভাবে বিরোধিতা করেন ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের আইনজীবী। সিবিআই-এর দল লন্ডনে উপস্থিত থেকে সমস্ত তথ্য ও যুক্তি তুলে ধরে সফলভাবে জামিনের বিরোধিতা করে।”
সিবিআই আরও জানিয়েছে, নিরব মোদি ২০১৯ সালের ১৯ মার্চ থেকে লন্ডনের ওয়ান্ডসওয়ার্থ জেলে বন্দি রয়েছেন। তার বিরুদ্ধে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) থেকে ৬,৪৯৮.২০ কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে। ইতিমধ্যে ব্রিটেনের আদালত তাঁর ভারত প্রত্যর্পণ অনুমোদন করেছে।
নিরব মোদির কাকা মেহুল চোকসি-র বিরুদ্ধেও একই ধরনের প্রতারণার অভিযোগ রয়েছে। তিনি ৭,০০০ কোটির বেশি টাকার ব্যাঙ্ক জালিয়াতিতে অভিযুক্ত। দুজনেই PNB-এর মুম্বই শাখা থেকে ভুয়ো ‘লেটার অফ আন্ডারটেকিং’ (LOU) তৈরি করে বিপুল টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ।
CBI ও ED ইতিমধ্যেই তাঁদের বিরুদ্ধে একাধিক চার্জশিট জমা দিয়েছে। সম্প্রতি মেহুল চোকসি বেলজিয়ামের আন্তওয়ার্প শহরে গ্রেফতার হন। আগামীকাল, শুক্রবার (১৬ মে) থেকে চোকসির প্রত্যর্পণ মামলার শুনানি শুরু হওয়ার কথা। সূত্রের খবর, ভারত সরকার ইতিমধ্যেই বেলজিয়াম প্রশাসনের কাছে নতুন প্রমাণ পাঠিয়েছে এবং তাঁর প্রথম জামিন আবেদন ইতিমধ্যেই খারিজ হয়েছে।