Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • ৮.৭ মাত্রার ভূমিকম্পের পর রাশিয়ায় আছড়ে পড়ল সুনামি! ভাইরাল ছবি কাঁপাচ্ছে নেটদুনিয়া
বিদেশ

৮.৭ মাত্রার ভূমিকম্পের পর রাশিয়ায় আছড়ে পড়ল সুনামি! ভাইরাল ছবি কাঁপাচ্ছে নেটদুনিয়া

china flood
Email :7

রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ভয়াবহ ভূমিকম্পের পর শুরু হয়েছে প্রকৃতির আর এক বিধ্বংসী রূপ — সুনামি (Tsunami)। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা শুরুতে ৮ বলা হলেও পরে তা সংশোধন করে ৮.৭ নির্ধারণ করা হয়। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৮টা ২৫ মিনিটে এই কম্পনে কেঁপে ওঠে গোটা এলাকা। ভূমিকম্পের পরই রাশিয়ার সেভেরো-কুরিলস্ক উপকূলে আছড়ে পড়ে সুনামির (Tsunami) প্রথম ঢেউ।

এই প্রবল ভূমিকম্প ও তার পরবর্তী সুনামির (Tsunami) প্রভাব এতটাই মারাত্মক যে উপকূলীয় বহু বাড়িঘর জলের নিচে তলিয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সুনামির আগের ও পরের ছবি—যেখানে দেখা যাচ্ছে, স্থলভাগে ঢুকে পড়েছে বিশাল ঢেউ, তছনছ হয়ে গেছে ঘরবাড়ি, দোকানপাট।

জাপান ও আমেরিকা ইতিমধ্যেই জারি করেছে উচ্চ সুনামি (Tsunami) সতর্কতা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে জানিয়েছেন, হাওয়াই, আলাস্কা ও মার্কিন পশ্চিম উপকূলে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। প্রশান্ত মহাসাগরীয় উপকূলে বসবাসকারী সকলকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আমেরিকার জিওলজিক্যাল সার্ভে (USGS) সতর্ক করে জানিয়েছে, ভূমিকম্পের পরবর্তী তিন ঘণ্টার মধ্যে রাশিয়া, জাপান ও আমেরিকার উপকূলে প্রবল সুনামি ঢেউ আছড়ে পড়তে পারে। এই ধরণের ‘টেকটোনিক ডিসরাপশন’ প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’ অঞ্চলে অতীতেও দেখা গেছে।

রাশিয়ার কামচাটকা অঞ্চলের গভর্নর ভ্লাদিমির সোলোদভ এক বিবৃতিতে বলেন, “গত দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি। এখনও পর্যন্ত প্রাণহানির কোনো খবর নেই, তবে আমরা তৎপরতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।”

সোশ্যাল মিডিয়ায় উঠে আসা একাধিক ভিডিওতে দেখা যাচ্ছে, কম্পনের সময় কাঁপছে বহুতল ভবন, দোকানের তাক থেকে পড়ে যাচ্ছে জিনিসপত্র, আতঙ্কে চিৎকার করছেন মানুষ। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, মূল ভূমিকম্পের পরপর আরও আফটারশক এবং বড় ঢেউ আঘাত হানতে পারে উপকূলে।

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts