Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • Nuclear Deal: ইরানের সঙ্গে পরমাণু আলোচনা! ট্রাম্পের ঘোষণা ঘিরে বিতর্ক
বিদেশ

Nuclear Deal: ইরানের সঙ্গে পরমাণু আলোচনা! ট্রাম্পের ঘোষণা ঘিরে বিতর্ক

Email :2

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের দাবি করলেন, ইরানের সঙ্গে একটি পরমাণু চুক্তি (Nuclear Deal) সম্পন্ন হওয়ার পথে। তিনি জানান, দীর্ঘমেয়াদি শান্তির লক্ষ্যে ইরানের সঙ্গে “গম্ভীর পর্যায়ের আলোচনা” (Nuclear Deal)চলছে এবং একটি গুরুত্বপূর্ণ চুক্তি (Nuclear Deal) হতে চলেছে।

ট্রাম্প এই মন্তব্য করেন কাতারে, তাঁর চলমান আরব সফরের সময়। আজই তিনি সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE) পৌঁছেছেন, যা তাঁর ঐতিহাসিক আরব সফরের আরেকটি ধাপ।

ট্রাম্প বলেন, “আমরা ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তির জন্য খুবই সিরিয়াস আলোচনায় রয়েছি… আমরা চাই না ইরানে আর কোনো পারমাণবিক ধ্বংসের ঘটনা ঘটুক। আমার মনে হয়, আমরা এমন একটি চুক্তির কাছাকাছি পৌঁছে গেছি, যেখানে যুদ্ধ ছাড়াই সমাধান সম্ভব।”

তবে ইরানের অর্থমন্ত্রী ট্রাম্পের এই মন্তব্য খারিজ করে দিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি বারবার সামরিক হুমকি দিয়ে থাকে, তাহলে সেই পরিস্থিতিতে কোনো আলোচনার জায়গা তৈরি হয় না। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা এই দাবি মানে না।

উল্লেখযোগ্য, মার্কিন প্রশাসনের পক্ষ থেকে আগেও ইরানকে বারবার হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, চুক্তি না হলে তারা সামরিক পদক্ষেপ নিতেও প্রস্তুত। এই পরিস্থিতিতে ট্রাম্পের এমন মন্তব্যে আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts