দীপাবলির উৎসবের মাঝেই ভারতীয়দের জন্য এ যেন এক বিরাট সুখবর! সোমবার এক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি এইচ–১বি ভিসার (Trump H1B Visa) জন্য নির্ধারিত ১ লক্ষ মার্কিন ডলারের ফি মকুবের নির্দেশ জারি করেছে ট্রাম্প প্রশাসন। এতে স্বস্তি ফিরেছে আমেরিকায় থাকা হাজার হাজার ভারতীয় ছাত্রছাত্রী ও কর্মীদের মধ্যে (Trump H1B Visa)।
প্রসঙ্গত, গত মাসেই এক ধাক্কায় এইচ–১বি ভিসার ফি ১ লক্ষ মার্কিন ডলার (Trump H1B Visa) — অর্থাৎ প্রায় ৮৮ লক্ষ টাকায় উন্নীত করেছিল মার্কিন প্রশাসন। তবে এবার সেই নিয়মে বড়সড় পরিবর্তন আনল ট্রাম্প সরকার। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট জানিয়েছেন, এই ফি কেবল নতুন ভিসা আবেদনকারীদের জন্য প্রযোজ্য হবে। যাঁরা ইতিমধ্যেই বৈধ এইচ–১বি ভিসা নিয়ে আমেরিকায় কাজ করছেন বা পড়াশোনা করছেন, তাঁদের এই বাড়তি অর্থ দিতে হবে না (Trump H1B Visa)।
তিনি আরও জানান, ২১ সেপ্টেম্বরের আগে যারা এইচ–১বি ভিসার জন্য আবেদন করেছেন, তাঁদের ক্ষেত্রেও কোনও ফি প্রযোজ্য হবে না (Trump H1B Visa)। এমনকি যাঁরা বর্তমানে আমেরিকার বাইরে আছেন কিন্তু তাঁদের বৈধ এইচ–১বি ভিসা আছে, তাঁরাও পুনরায় দেশে প্রবেশের সময় কোনও অর্থ প্রদান ছাড়াই ফিরতে পারবেন।
এই ঘোষণার আগে মার্কিন মুলুকে থাকা বহু ভারতীয় শিক্ষার্থী ও কর্মীদের মধ্যে প্রবল দুশ্চিন্তা ছড়িয়েছিল। কারণ তাঁদের অনেকেই এফ–১ বা এল–১ ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। অনেকের আশঙ্কা ছিল, ভিসা নবীকরণ বা এইচ–১বি ভিসায় রূপান্তরের সময় তাঁদেরও বিপুল অর্থ দিতে হবে। তবে সোমবারের বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, বর্তমানে এফ–১ বা এল–১ ভিসাধারীরা যদি নতুন করে এইচ–১বি ভিসার আবেদন করেন বা আমেরিকায় থাকার মেয়াদ বাড়াতে চান, তাঁদেরও কোনও ফি দিতে হবে না।
ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে নিঃসন্দেহে স্বস্তি পেয়েছেন মার্কিন মুলুকে থাকা ভারতীয়রা। দীপাবলির আলোয় নতুন আশার আলো ছড়িয়ে দিয়েছে এই ঘোষণা। এক ভারতীয় কর্মী বলেন, “এই খবরটা যেন উৎসবের উপহার। এত বড় অঙ্কের ফি থেকে মুক্তি পাওয়া আমাদের সবার জন্য বিশাল স্বস্তির।”