অস্ট্রেলিয়ার সিডনিতে (Sydny Firing) ইহুদি উৎসব চলাকালীন ভয়াবহ জঙ্গি হামলায় এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারত, যদি না নিজের জীবন বাজি রেখে এক জঙ্গির হাত থেকে বন্দুক ছিনিয়ে নিতেন এক প্রৌঢ় ব্যক্তি। সেই দুঃসাহসিক মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে (Sydny Firing)।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, পার্কিংয়ের ধারে দাঁড়িয়ে এক জঙ্গি সাধারণ মানুষকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাচ্ছে (Sydny Firing)। সেই সময় রাস্তার পাশে দাঁড়ানো একটি গাড়ির আড়াল নিয়ে ধীরে ধীরে জঙ্গির পিছনে পৌঁছে যান এক ব্যক্তি। আচমকাই পিছন থেকে ঝাঁপিয়ে পড়ে তিনি জঙ্গির উপর চড়াও হন (Sydny Firing)। মুহূর্তের মধ্যেই বিশেষ কৌশলে তার হাত থেকে বন্দুক কেড়ে নেন এবং উল্টে সেই অস্ত্র তাক করেন জঙ্গির দিকেই। বন্দুক হারিয়ে অসহায় অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় ওই জঙ্গিকে।
ওই ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। তবে ভিডিও ছড়িয়ে পড়তেই তাঁর সাহসিকতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা। অনেকেই দাবি করছেন, তিনি বন্দুক না ছিনিয়ে নিতে পারলে মৃতের সংখ্যা আরও বাড়ত। ওই ভিডিওতেই আরও এক জঙ্গিকে দেখা গিয়েছে, যিনি একটি ব্রিজের উপর দাঁড়িয়ে সাধারণ মানুষের দিকে গুলি চালাচ্ছিলেন।
পুলিশ জানিয়েছে, সিডনির বন্ডি বিচে শিশু পার্কের কাছে ইহুদিদের ‘হানুক্কাহ’ উৎসবের আয়োজন করা হয়েছিল। সেখানেই হামলা চালায় বন্দুকবাজরা। তদন্তকারীদের দাবি, প্রায় এক মাস ধরে পরিকল্পনা করেই এই হামলা চালানো হয়েছে। গুলির শব্দ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পালটা গুলিতে এক জঙ্গির মৃত্যু হয়েছে এবং আর এক জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এই ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্সে তিনি লিখেছেন, বন্ডি বিচে সন্ত্রাসবাদী হামলার ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত। হানুক্কাহ উৎসব চলাকালীন এই হামলায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি গোটা ভারতের তরফে সমবেদনা জানানো হয়েছে। একই সঙ্গে এই কঠিন সময়ে অস্ট্রেলিয়ার সাধারণ মানুষের পাশে থাকার বার্তাও দিয়েছেন তিনি।










