Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • রক্তে ভিজে গেল অস্ট্রেলিয়ার সিডনি ব্রিজ! বন্দুকবাজের হামলায় মৃত কমপক্ষে ১০
Important

রক্তে ভিজে গেল অস্ট্রেলিয়ার সিডনি ব্রিজ! বন্দুকবাজের হামলায় মৃত কমপক্ষে ১০

gunman
Email :4

হানুকা উৎসবের আনন্দ মুহূর্তেই রক্তাক্ত হয়ে উঠল অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই বিচে (Gunman Attack)। রবিবার সন্ধ্যায় হানুকা উদ্‌যাপন চলাকালীন আচমকা গুলিবর্ষণে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েক জন। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সমুদ্রসৈকতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় এক থেকে দু’হাজার মানুষ উপস্থিত ছিলেন (Gunman Attack)।

প্রত্যক্ষদর্শীদের দাবি, কালো পোশাক পরা দু’জন বন্দুকবাজ হঠাৎ ভিড়ের দিকে গুলি চালাতে শুরু করে। একের পর এক করে ৫০টিরও বেশি গুলি ছোড়া হয় (Gunman Attack)। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। প্রাণ বাঁচাতে মানুষ ছোটাছুটি শুরু করেন। অনেকে আশপাশের বাড়ি ও দোকানে ঢুকে আশ্রয় নেন।

ঘটনার পরই এলাকায় পৌঁছয় পুলিশ ও জরুরি পরিষেবা বাহিনী। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এক বিবৃতিতে বলেন, বন্ডাই বিচের দৃশ্য অত্যন্ত ভয়াবহ ও মর্মান্তিক। তিনি জানান, পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে রয়েছে এবং প্রাণ বাঁচানোর চেষ্টা চলছে। আহত ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, এএফপি কমিশনার এবং নিউ সাউথ ওয়েলসের মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি কথা বলেছেন। পরিস্থিতির উপর সরকার কড়া নজর রাখছে (Gunman Attack)।

নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িত দু’জনকে আটক করা হয়েছে। পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে এক বন্দুকবাজ ঘটনাস্থলেই মারা যায়। অন্য জন গুলিবিদ্ধ অবস্থায় ধরা পড়ে এবং তাকে গ্রেফতার করা হয়েছে। গোটা এলাকা এখনও ঘিরে রাখা হয়েছে। নিরাপত্তা অভিযান চলছে।

পুলিশের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, অভিযান এখনও শেষ হয়নি। সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে। ঘটনাস্থলে থাকা মানুষদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে, গুলির শব্দে দিশেহারা হয়ে ছুটছে মানুষ, চারদিকে অ্যাম্বুল্যান্সের সাইরেন, আহতদের চিকিৎসার জন্য ব্যস্ত উদ্ধারকর্মীরা। বহু আহতকে সিডনির বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, বন্ডাই বিচে হানুকা উপলক্ষে একটি শোভাযাত্রা ও সাম্প্রদায়িক জমায়েত চলছিল। ঠিক সেই সময়েই হামলা হয়। কেন এই হামলা, তার উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বন্ডাই বিচ এলাকায় না যাওয়ার জন্য সাধারণ মানুষকে সতর্ক করেছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts