এই মুহূর্তে বলিউডের বক্স অফিসে রাজত্ব করছে আহান পাণ্ডে ও অনীত পাড্ডা অভিনীত রোমান্টিক ছবি সাইয়ারা। ইয়ং জেনারেশনের হৃদয়ে জায়গা করে নিয়েছে এই প্রেমের ম্যাজিক, আর প্রথম সপ্তাহেই ছবিটি রেকর্ড ব্যবসা করেছে। তবে ঠিক এই সময়েই ইন্টারনেটে তোলপাড় ফেলে দিয়েছে একটি পুরনো ভিডিও—যেখানে দেখা যাচ্ছে সাইয়ারা-খ্যাত আহান পাণ্ডে এবং শাহরুখ-কন্যা সুহানা খানকে (Suhana Khan) অন্তরঙ্গ অবস্থায়।
ঘটনাটা বেশ কয়েক বছর আগের, যখন সুহানা (Suhana Khan) কিংবা আহান কেউই সিনেমার পর্দায় পা রাখেননি। কিন্তু তবুও তারা পাপারাজ্জিদের নজরে ছিলেন বরাবর। সেই সময়েই একাধিক জায়গায় একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের(Suhana Khan)। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দুজনকে দেখা যায় একান্তে সময় কাটাতে—যা ঘিরে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে বি-টাউনে।
বিনোদন মহলের একাংশ দাবি করছে, সুহানার (Suhana Khan) জীবনে প্রথম ভালোবাসা ছিলেন আহান পাণ্ডেই। অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা তখনও নেপথ্যে। কিন্তু পরে, বলি গসিপ বলছে, অগস্ত্যর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে থাকায় ধীরে ধীরে সুহানার জীবন থেকে সরে যান আহান।
এরপর সুহানা (Suhana Khan) ও অগস্ত্য একসঙ্গে বলিউডে আত্মপ্রকাশ করেন দ্য আর্চি সিরিজে। অন্যদিকে, আহান নিজের কেরিয়ারের দিকে মন দেন এবং তৈরি হতে থাকেন সাইয়ারা ছবির জন্য। আজ সেই পরিশ্রমের ফলেই স্পষ্ট—আহান পাণ্ডের হাত ধরে বলিউডে জন্ম নিয়েছে এক নতুন সুপারস্টার।
এই পুরনো প্রেমের গুঞ্জন, ভাইরাল ভিডিও আর সাম্প্রতিক বক্স অফিস সাফল্য—সব মিলিয়ে এখন বলিউডের হট টক হল সুহানা-আহান-অগস্ত্য ত্রিকোণ সম্পর্কের চর্চা।